সকল মেনু

ভালোবাসা দিবসে সমকামী আইনের প্রতিবাদে বেইজিংয়ে প্রকাশ্যে ‘চুম্বন প্রতিবাদ’

আন্তর্জাতিক ডেস্ক , ১৪ ফেব্রুয়ারি (হটনিউজ২৪বিডি.কম) :  চীনের একদল সমকামী নারী ও পুরুষ ভালোবাসা দিবস উপলক্ষে রাশিয়ার বিতর্কিত সমকামী বিরোধী আইনের প্রতিবাদে বেইজিংয়ে ‘চুম্বন প্রতিবাদ’র আয়োজন করে। ছয় জনের একটি গ্রুপ অলিম্পিক প্রতীকের রঙধনু পতাকা নিয়ে বেইজিংয়ের রাস্তায় এ প্রতিবাদ জানায়।

গত জুনে রাশিয়া সমকামীদের নিয়ে তথ্য প্রচারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে আইন জারি করলে মানিবাধিকার গ্রুপগুলো এর তীব্র প্রতিবাদ করে এবং সোচি উইন্টার অলিম্পিক পরিহারের আহ্বান জানায়।

অ্যাক্টিভিস্ট জিয়াও টাই বলেন, ভালোবাসা দিবস উপলক্ষে আমরা এ বার্তা পৌঁছানোর সুযোগ পাচ্ছি যে প্রত্যেকেরই ভালোবাসা ও প্রচারের অধিকার আছে।

উল্লেখ্য, চীনে ১৯৯৭ সাল পর্যন্ত সমকামিতা অপরাধ হিসেবে গণ্য হতো। পরে একে মানসিক অসুস্থতা হিসেবে দেখিয়ে জোর করে মানসিক চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top