সকল মেনু

কলকাতা থেকে হেঁটে ঢাকা প্রেসক্লাবের পথে রুমা

বেনাপোল (যশোর), ১৪ ফেব্রুয়ারি (হটনিউজ২৪বিডি.কম) : বাংলাদেশি মেয়ে জান্নাতুল মাওয়া রুমা (৩৫) কলকতা থেকে হেঁটে এসেছেন নিজ দেশে।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বেনাপোল এসে পৌঁছান। সেখানে বিশ্রামের পর শুক্রবার সকালে হেঁটে যাত্রা শুরু হয়েছে ঢাকার উদ্দেশে।

যানজট দূরীকরণ ও স্বাস্থ্য সচেতনতা তৈরিতে হাঁটার অভ্যাস করার বার্তা সবার কাছে পৌঁছাতে রুমা এ উদ্যোগ নিয়েছেন। তার এই অভিনব উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

রুমার ইচ্ছা হেঁটেই গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নামটি নথিভুক্ত করবেন। রুমা বাসা ঢাকার তেজগাঁওয়ের পূর্ব রাজাবাজারে। তিনি একটি এনজিওতে কাজ করেন।

গত ১১ ফেব্রুয়ারি বিকেল ৪টায় কলকাতা প্রেসক্লাব থেকে তিনি ঢাকা প্রেসক্লাবের উদেশ্যে যাত্রা শুরু করেন। দীর্ঘ এ পথের দূরত্ব প্রায় ৪৫০ কিলোমিটার। প্রথম দিন প্রায় পাঁচ কিলোমিটার পথ হেঁটে রাতে বিশ্রাম নেন কলকাতার লেকটাউনের একটি রেস্ট হাউসে।

বুধবার সকালেই তিনি আবার শুরু করেন। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়লে পথের মধ্যেই একটু বিশ্রাম নিয়ে আবার যাত্রা শুরু করেন তিনি।

কলকাতার ধর্মতলা-লেনিন সরণি-মৌলালী-দমদম-যশোর রোড হয়ে ঢাকায় পৌঁছাতে সময় লাগবে মোট নয় দিন।

রুমার দাবি, কলকাতা থেকে ঢাকা পুরো পথটি হেঁটে সফলভাবে অতিক্রম করতে পারলে তিনি হবেন প্রথম এশিয়ান মহিলা, যিনি এই কৃতিত্ব অর্জন করতে যাচ্ছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top