সকল মেনু

সুন্দরবনকে ভালোবাসি ভালোবাসার দিনে

 খুলনা অফিস, ১৪ ফেব্রুয়ারি : আজ বিশ্ব ভালোবাসা দিবস। এর পাশাপাশি  ‘বিশ্ব ভালোবাসা দিবসে সুন্দরবনকে ভালোবাসুন’  স্লোগান সামনে রেখে খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সুন্দরবনসংলগ্ন পাঁচটি জেলা-উপজেলায় ও ইউনিয়ন পর্যায়ে ২০০২ সাল থেকে পালিত হয়ে আসছে সুন্দরবন দিবস। খুলনার উন্নয়ন সংস্থা রূপান্তর ও এর সহযোগী সংগঠন সুন্দরবন একাডেমিসহ সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার উদ্যোগে এই দিবস পালনের আয়োজন করা হয়। দিবসটি পালনের মূল উদ্দেশ্য হচ্ছে বিশ্বসেরা এ বনাঞ্চল রক্ষায় ব্যাপক সচেতনতা সৃষ্টির পাশাপাশি এ বন ধ্বংসের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের প্রতিহত করা এবং একই সঙ্গে সুন্দরবন সংরক্ষণে সরকারের উদ্যোগুলো বাস্তবায়নে সহায়তা করা।বঙ্গোপসাগর ঘেঁষে প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছে বিশাল সবুজের সমারোহ সুন্দরবন। সুন্দরবন প্রায় ১৩০ মাইল লম্বা ও ৯০ মাইল চওড়া। এই বনের আয়তন ৫ লাখ ৭৭ হাজার ২৮৫ হেক্টর বা প্রায় ১০ হাজার বর্গকিলোমিটার। যার মধ্যে বাংলাদেশের মালিকানায় রয়েছে ৫ হাজার ৮০০ বর্গকিলোমিটার। অর্থাৎ বাংলাদেশ ও ভারতের আনুপাতিক হার ৬:৪। বিশ্বসৌন্দর্যে এই বন আমাদের গর্বের এবং অহংকারের। তাই আসুন, বিশ্ব ভালোবাসার এই দিনে সুন্দরবনকে ভালোবসি। আজ সুন্দরবন দিবস ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে নগরীর পার্ক, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, রূপসা সেতুসহ বিভিন্ন স্থানে নানা অনুষ্ঠানের আয়োজন করছে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top