সকল মেনু

সাভারে ট্রাকের সাথে সংঘর্ষে বাস হোটেলে, নিহত ১

সাভার (ঢাকা), ১৪ ফেব্রুয়ারি (হটনিউজ২৪বিডি.কম) : সাভারে বালুর ট্রাকের সাথে সংঘর্ষের পর শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহি বাস সড়কের পাশের একটি হোটেলে উঠে পড়ায় চাপা পড়ে নিহত হয়েছে এক অটো চালক।

এ ঘটনায় আহত হয়েছে আরো ১০ জন। বৃহস্পতিবার রাত ১২ টায় ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল বাসষ্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ১২ টার দিকে উলাইল বাসষ্ট্যান্ডে পার্শ্ব সড়ক থেকে উঠে আসা
একটি বালুবাহী ট্রাক মহাসড়ক অতিক্রম করার সময় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী শ্যামলী পরিবহনের ওই বাসটির (ঢাকা মেট্রো জ ১৪-৩৯৩৯) সাথে সংঘর্ষ হয়। এসময় শ্যামলী পরিবহনের যাত্রীবাহি বাসটি মহাসড়কের পাশে অবস্থিত আল-মাদানী হোটেলের ভিতরে ঢুকে পড়ে। এতে হোটেলের সামনে দাঁড়িয়ে থাকা অটো চালক মফিজুল বাসের নিচে চাপা পড়েন। আহত হন বাসের চালক ও যাত্রীসহ আরো ১০ জন। পরে স্থানীয়রা গিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠায়।  

সংবাদ পেয়ে সাভার ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে হোটেল থেকে বাসটি সরিয়ে অটো চালক মফিজুলের লাশ উদ্ধার করে। 

নিহত মফিজুলের বাড়ি ঝিসাইদহ শহরে। তিনি সাভারে ভাড়া থেকে অটো চালাতেন। 

সাভার মডেল থানার সিনিয়র এএসপি মশিউদ্দৌলা রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ব্যস্ততম সড়কে হঠাৎ বালুর ট্রাক ঢুকে পড়ায় দুর্ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় দায়ী ট্রাক চালক পালিয়ে গেছেন বলে জানিয়েছেন তিনি।   

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top