সকল মেনু

শনিবার ৪২ জেলায় ব্যাংক খোলা থাকবে

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি (হটনিউজ২৪বিডি.কম) :  উপজেলা পরিষদ নির্বাচনের জন্য আগামী ১৫ ফেব্রুয়ারি শনিবার ৪২টি জেলার ৮৩টি উপজেলায় তফসিলী ব্যাংকসমূহ  খোলা রাখার নির্দেশ দিয়েছে দেয়া হয়েছে। এসব এলাকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মনোনয়পত্র দাখিলের সুবিধার্থে এ নিদের্শনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বৃহস্পতিবার ডিপার্টমেন্ট অব অব-সাইট সুপারভিশন বিভাগের উপ-মহাব্যবস্থাপক অসীম কুমার মজুমদার স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি নিদের্শনা সকল ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

এতে বলা হয়, ৪২টি জেলার ৮৩টি উপজেলায় নির্বাচনে প্রার্থীদের জামানত বাবদ ট্রেজারি চালান বা পে-অর্ডার বা ব্যাংক ড্রাফট গ্রহণের সুবিধার্থে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতকরণপূর্বক নির্বাচনী এলাকাসমূহে অবস্থিত তফসিলী ব্যাংকসমূহের সকল শাখা আগামী ১৫ ফেব্রুয়ারি শনিবার খোলা রাখার নির্দেশ দেয়া যাচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top