সকল মেনু

প্রধানমন্ত্রী গাজীপুর যাচ্ছেন

ঢাকা, ১২ ফেব্রুয়ারি  (হটনিউজ২৪বিডি.কম) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে গাজীপুরে যাচ্ছেন। কালিয়াকৈরে সফিপুর আনসার ভিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৪তম জাতীয় সমাবেশে প্রধান অতিথি থাকবেন তিনি।

প্রধানমন্ত্রীর আগমনে সফিপুরকে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে আইন-শঙ্খলা বাহিনীর সদস্যরা। সমাবেশে যোগ দিতে সারাদেশ থেকে প্রায় ৫ হাজার আনসার ভিডিপি সদস্য সফিপুর আনসার ভিডিপি একাডেমিতে সমবেত হয়েছেন।

জানা গেছে, প্রধানমন্ত্রী প্রথমে ইয়াদ আলী প্যারেড রাউন্ডে আনসার সদস্যদের কুচকাওয়াজ ও সালাম গ্রহণ করবেন।

এরপর প্রধান অতিথির ভাষণ দেবেন। পরে তিনটি উন্নয়নমূলক প্রকল্প উদ্বোধন করবেন। এবছর সাহসিকতার জন্য ৪টি ক্যাটাগরিতে ৮০ জন আনসার সদস্য ও সদস্যাকে দেয়া হবে সম্মাননা পদক।

আনসার বাহিনীর মহাপরিচালক মেজর জেরারেল মো. নাজিম উদ্দিন বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে

প্রসঙ্গত, ১৯৮০ সালের ১২ ফেব্রুয়ারি বাংলাদেশ আনসার বাহিনী গঠন করা হয়। প্রতিবছর এ দিনে বাহিনীটির সমাবেশ অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top