সকল মেনু

আলজেরিয়ায় রাষ্ট্রীয় শোক ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক, ১২ ফেব্রুয়ারি (হটনিউজ২৪বিডি.কম) : আলজেরিয়ার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে দেশটির সরকার। উত্তর-পূর্বাঞ্চলে সামরিক বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে ১০২ জন নিহত হওয়ার ঘটনায় এ শোক ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার হারকিউলিস সি-১৩০ বিমানটি দেশটির উম আল বুয়াগি রাজ্যের পাহাড়ি অঞ্চলে বিধ্বস্ত হয়।

এদিকে, একসঙ্গে এতো মানুষের মৃত্যুর ঘটনায় আলজেরিয়া জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

প্রেসিডেন্ট আবদেল আজিজ বউতিফলিকা নিহত সেনা সদস্যদের শহীদ বলে আখ্যায়িত করেছেন।

জানা যায়, সামরিক বিমানটি আলজেরিয়ার উয়ার্গলা থেকে কনস্টান্টিনে যাওয়ার পথে বৈরী আবহাওয়ার মধ্যে পড়ে দুর্ঘটনার শিকার হয় । বিমানটিতে সেনা সদস্যদের পাশাপাশি তাদের পরিবারের লোকজনও ছিল।

একটি বিশেষ সূত্র জানায়, বিমানটিতে মোট ৯৯ জন যাত্রী ও চারজন ক্রু ছিল। তাদের মধ্যে মাত্র একজন বেঁচে আছে। তবে হাসপাতালে তিনিও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।

এদিকে, দেশটির প্রতিরক্ষা প্রতিমন্ত্রী ও সেনাবাহিনী প্রধান গাইদ সালাহ জানিয়েছেন, দুর্ঘটনার কারণ তদন্তে উচ্চ পর্যায়ের একটি কমিশন গঠন করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top