সকল মেনু

রাজশাহীর চার উপজেলায় বিএনপির হরতাল

রাজশাহী, ১১ ফেব্রুয়ারি  (হটনিউজ২৪বিডি.কম) : রাজশাহীর চারঘাট, বাঘা, পুঠিয়া ও দুর্গাপুর উপজেলায় বুধবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, চারঘাট উপজেলা সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সাঈদ চাঁদকে জেলহাজতে পাঠানোর প্রতিবাদে রাজশাহী জেলা বিএনপি এ হরতাল আহবান করেছে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল মনির মঙ্গলবার রাত ৯টায় এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজশাহীর চারঘাট, বাঘা, পুঠিয়া ও দুর্গাপুর উপজেলায় সর্বাত্মক হরতাল পালন করা হবে। রাতে জেলা বিএনপির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

তিনি আরো জানান, এর আগে শুধুমাত্র চারঘাট উপজেলায় বুধবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, গত ৫ জানুয়ারি নির্বাচনের রাতে চারঘাটের একটি ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলার আসামি আবু সাঈদ চাঁদ। এ মামলায় মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি জামিন নিতে গেলে রাজশাহী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক সানাউল্লাহ জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top