সকল মেনু

সোবহান শিকদার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

ঢাকা, ১১ ফেব্রুয়ারি  (হটনিউজ২৪বিডি.কম) : জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আবদুস সোবহান শিকদার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রস্তাবনা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠালে আজ মঙ্গলবার এটি অনুমোদন দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে আজ প্রজ্ঞাপন জারি করছে। এছাড়া দুই সচিবের দফতর বদল এবং একজন অতিরিক্ত সচিবকে ভারপ্রাপ্ত সচিব করা হচ্ছে।

শিক্ষা সচিব কামাল আবদুল নাসের চৌধুরীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে। এছাড়া নির্বাচন কমিশন সচিব ড. মোহাম্মদ সাদিককে শিক্ষা সচিবের দায়িত্ব দেওয়া হচ্ছে। অতিরক্ত সচিব সিরাজুল ইসলামকে নির্বাচন কমিশন সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব দেয়া হচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top