সকল মেনু

তুষারে বিপর্যস্ত জাপান, গভর্নর নির্বাচনে চলছে ভোটগ্রহণ

কয়েক দশকের মধ্যে এবার রেকর্ড পরিমাণ তুষারপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে জাপান। প্রবল তুষারপাতে দেশটিতে কমপক্ষে সাতজন নিহত ও এক হাজার মানুষ আহত হয়েছেন। তবে এমন অবস্থার পরও আজ সকালে দেশটিতে ভোটগ্রহণ শুরু হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর রোববার সকালে জানিয়েছে, গত রাত পর্যন্ত তারা ২৭ সেন্টিমিটার তুষারপাত রেকর্ড করেছেন। জাপানে গভর্নর নির্বাচনের প্রাক্কালে এ তুষারপাত হচ্ছে। এরইমধ্যে তুষারঝড়ে রাজধানী টোকিওর জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ধারণা করা হচ্ছে- প্রবল তুষারপাতের কারণে নির্বাচনে ভোটার উপস্থিতি কম হতে পারে।

এদিকে, তুষারপাতের কারণে কমপক্ষে ৭৪০টি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং টোকিওতে আরো তুষারঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। তুষারপাতের কারণে মধ্য ও পূর্ব জাপানে প্রায় ৪৫ হাজার ঘর-বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top