সকল মেনু

ভারতে অবৈধ প্রবেশ অপরাধে বাংলাদেশী আটক

মো.নুরুন্নবী বাবু, দিনাজপুর প্রতিনিধি ,৮ ফেব্রুয়ারি : ঠাকুরগাওয়ের রাণীশংকৈল জগদল সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার পথে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে আঃ কাদের(২৪) নামে বাংলাদেশী গরু ব্যবসায়ীকে আটক করেছে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফ।

আঃ কাদের বালিয়াডাঙ্গী উপজেলার পলাশবাড়ির রতনদিঘি গ্রামের মৃত ফলিমউদ্দিনের ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, জগদল সীমান্তের ৩৭৪/১ সাব পিলার এলাকার ভারতের ২৫০ গজ ভিতর থেকে ভারতীয় ১২১ কোকরাদহ ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে আটক করে। ঠাকুরগাও-৩০ বিজিবির মেজর আলমগীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আঃ কাদেরকে ফিরিয়ে আনার ব্যাপারে বিএসএফের কাছে বার্তা পাঠানো হলে শনিবার দুপুর ১২.১৫ টায় উভয় দেশের মধ্যে ৩৭৫ মেইন পিলার এলাকায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ফেরৎ না দিয়ে বিএসএফ সদস্যরা  আটক বাংলাদেশীকে ভারতের গোয়ালপুর থানা পুলিশের কাছে সোপর্দ করার কথা জানায়। এসময় বিএসএফের পক্ষে এল কে মিসরা ও বিজিবির পক্ষে মলানী কোম্পানী কমান্ডার আফজাল হোসেন পতাকা বৈঠকে নেতৃত্ত্ব দেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top