সকল মেনু

জাটকা ধরার অপরাধে ২৮ জেলে আটক

বরিশাল, ৮ ফেব্রুয়ারি : বরিশাল দুলিয়া নদীতে অভিযান চালিয়ে জাটকা নিধনের অপরাধে ২৮ জেলেকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। আটককৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ৬ লাখ টাকার কারেন্ট জাল।

শুক্রবার সন্ধ্যায় বরিশাল জেলা প্রশাসনে নির্বাহী ম্যাজিস্টেট মো. কামরুজ্জামান ও জেলা মৎস্য অফিসার (ইলিশ) বিমল চন্দ্র দাস এ অভিযান চালান।

সূত্রে জানা গেছে, জাটকা নিধন রোধে বরিশাল পটুয়াখালীর মোহনা দুলিয়া নদীতে অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন মাছ ধরার ট্রলার থেকে জাটকাসহ জব্দ করা হয় প্রায় ৬ লাখ টাকার জাল।

জাটকা নিধনের অপরাধে ৩০ জেলেকে আটক করা হয়। পরে তাদের বরিশাল জেলা প্রশাসনের কার্যালয়ে আনা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত জেলেদের বিচারকাজ চলছিল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top