সকল মেনু

বঙ্গবন্ধু সেতুতে গাড়ি উল্টে এক সেনাসদস্য নিহত

টাঙ্গাইল, ৭ ফেব্রুয়ারি : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বঙ্গবন্ধু সেতুতে সেনাবাহিনীর গাড়ি উল্টে এক সেনা সার্জেন্ট নিহত ও অপর এক সৈনিক আহত হয়েছেন।

শুক্রবার বিকেল সোয়া তিনটায় এ দুঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত সার্জেন্ট প্রভাতের বাড়ি নওগাঁ জেলায়। তিনি বগুড়া ৬ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নে কর্মরত ছিলেন।

গুরুত্বর আহত সৈনিক রাজিবকে হেলিকপ্টার যোগে ঢাকায় নেওয়া হয়েছে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন জানান, শুক্রবার বিকেলে ঢাকা থেকে বগুড়াগামী সেনাবাহিনীর পল্টনব্রিজ নামের একটি গাড়ি ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতুর ১৪ নং পিলারের কাছে এলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় গাড়িটি সেতুর উপর উল্টে পরে। এতে সেনাবাহিনীর দুই সদস্য গুরুতর আহত হয়।

পরে তাদের প্রথমে বঙ্গবন্ধু সেতুপূর্ব ক্যান্টনমেন্টের সিএমএইচে ভর্তি করা হয়। পরে ঢাকা থেকে আসা বিমানবাহিনীর হেলিকপ্টারযোগে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় নিয়ে যাওয়ার পথে প্রভাত মারা যায়।

সেনাবাহিনীর ‘পল্টুনব্রিজ’ নামের গাড়িটি ইজতেমায় সেতু বানানোর কাজে ব্যবহৃত হয়েছে। ইজতেমা শেষে সেটি সার্জেন্ট প্রভাত ও সৈনিক রাজিবকে নিয়ে ঢাকা থেকে বগুড়ার উদ্যেশ্যে যাচ্ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top