সকল মেনু

৩০০ রানের লিড নিল শ্রীলঙ্কা

http://hotnews24bd.com/
খেলার একটি মুহূর্ত

স্পোর্টস রিপোর্টার,চট্টগ্রাম, ৭ ফেব্রুয়ারি : চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসে ৩০০ রানের লিড নিয়েছে সফরকারী শ্রীলঙ্কা। ১৬১ রানে এগিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেটে ১৪২ রান সংগ্রহ করেছে সফরকারীরা। প্রথম ইনিংসে ট্রিপল সেঞ্চুরি হাঁকানো কুমার সাঙ্গাকারা দ্বিতীয় ইনিংসেও হাফ সেঞ্চুরি করেছেন (৫৩)। দিনেশ চান্দিমাল অপরাজিত আছেন ৩৩ রানে।

দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কা শিবিরের দুই ওপেনারকে ফিরিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। অভিজ্ঞ ব্যাটসম্যান মাহেলা জয়াবর্ধনেকে ফেরান সাকিব আল হাসান।

দ্বিতীয় ইনিংসে প্রথমবারের মতো বোলিংয়ে এসে দিমুথ করুণারত্নকে ফেরান মাহমুদুল্লাহ রিয়াদ। ৩৮ বলে ১৫ রান করে দিমুথ কুরাণারত্নে স্লিপে নাসিরের হাতে তালুবন্দি হন।

দুই ওভার পর আবারো বোলিংয়ে এসে কৌশলকে এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন রিয়াদ। ৪৮ বলে ৪ চারে ২৯ রান করেন কৌশল। মধ্যাহ্ন ভোজ বিরতির পর সাবিক আল হাসানের বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান মাহেলা জয়াবর্ধনে (১১)।

এর আগে আজ চতুর্থ দিন সকালে মাত্র ২১ মিনিট ব্যাটিং করার সুযোগ হয় বাংলাদেশের।  গতকালের ৪০৯ রানের সাথে ১৭ রান যোগ করতেই দুই উইকেট হারিয়ে ৪২৬ রানে অল আউট বাংলাদেশ।

এদিন বাংলাদেশের দুই উইকেটই নিয়েছেন অজন্তা মেন্ডিস। শুরুতেই চতুর্থ বলে কোন রান যোগ না করতেই সাজঘরে ফিরেন মাহমুদুল্লাহ রিয়াদ। অজন্তা মেন্ডিসের বলে শর্ট লেগে কৌশল সিলভার হাতে ক্যাচ দেন রিয়াদ। ৫৮ বলে ৩০ রান করেন রিয়াদ। তৃতীয় দিনে একই রানে অপরাজিত ছিলেন রিয়াদ।

এরপর আব্দুর রাজ্জাক ও আল-আমিন হোসেন দলকে ৪২৬ রান পর্যন্ত টেনে নিয়ে যান। কিন্তু মেন্ডিসের ভেল্কিতে টিকতে পারেনি আল-আমিন (৯)। সরাসরি বোল্ড হন তিনি।১১ রানে অপরাজিত ছিলেন রাজ্জাক।

মেন্ডিস ৯৯ রানে ছয় উইকেট নিয়েছেন। এটি তার ক্যারিয়ারের সেরা বোলিং। এর আগে ১১৭ রানে ৬ উইকেট নেন মেন্ডিস।

গত মঙ্গলবার টসে জিতে ব্যাটিং করতে নেমে শ্রীলঙ্কা সব উইকেট হারিয়ে ৫৮৭ রান সংগ্রহ করে। লঙ্কানদের হয়ে ট্রিপল সেঞ্চুরি করেন কুমার সাঙ্গাকারা। ৩১৯ রান করেন তিনি।

জবাবে বাংলাদেশের শামসুর রহমান শুভ ও ইমরুল কায়েস জোড়া শতক হাকান। শুভ ১০৬ ও ইমরুল কায়েস ১১৫ রান করেন। এছাড়া ৫০ রান আসে সাকিবের ব্যাট থেকে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top