সকল মেনু

শাহ আমানতে ৪৮ কেজি সোনা আটক

 চট্টগ্রাম ব্যুরো,হটনিউজ২৪বিডি.কম:  চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আবার সোনার চালান ধরা পড়েছে, যার পরিমাণ ৪৮ কেজি। বৃহস্পতিবার রাতে আমিরাত থেকে আসা একটি উড়োজাহাজে বিপুল পরিমাণ সোনা পাওয়া গেছে, তবে তা আনার সঙ্গে জড়িত কাউকে পাওয়া যায়নি। বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার মশিউর রহমান মণ্ডল হটনিউজ২৪বিডি.কমকে বলেন, সাড়ে ৮টার সময় আসা ফ্লাই দুবাইয়ের ফ্লাইটে এই সোনার বার পাওয়া যায়। উড়োজাহাজের কয়েকটি সিটের নিচের কুশনের ভেতরে এই সোনার বারগুলো ছিল বলে জানান তিনি। উদ্ধার হওয়া ৪২০টি সোনার বারের ওজন সাড়ে ৪৮ কেজি জানিয়ে মশিউর বলেন, এই সোনার মূল্য ২২ কোটি টাকার মতো। চট্টগ্রামের এই বিমানবন্দরে বুধবার তিন ঘণ্টার ব্যবধানে পাঁচ বিমানযাত্রীর কাছ থেকে ১০টি সোনার বার উদ্ধার করা হয়েছিল। মঙ্গলবারও দুই দফায় ছয় যাত্রীর কাছ থেকে উদ্ধার করা হয় ১৪টি সোনার বার। এর আগেও চট্টগ্রামে কয়েকটি সোনার চালান আটক করা হয়। বৃহস্পতিবার ঢাকা শাহজালাল বিমানবন্দরেও আড়াই কেজি সোনাসহ একজনকে আটক করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top