সকল মেনু

মুশফিক ফিরে গেলেন

 স্পোর্টস রিপোর্টর, চট্টগ্রাম, ৬ ফেব্রুয়ারি :  চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টে তৃতীয় দিনে বেশ ভালো সূচনা করে বাংলাদেশ। তৃতীয় দিনে ব্যাট করতে নেমে শামসুর রহমান শুভ ও ইমরুল কায়েস জোড়া সেঞ্চুরি তুলে নেন। শতক হাঁকিয়ে তারা দুজন ফিরে যাওয়ার পর সাকিব ও মুশফিকে ভর করে এগোচ্ছিল বাংলাদেশ। তারা দুজন মিলে অর্ধশতাধিক রানের জুটি গড়ার পর আউট হয়ে ফিরে যান মুশফিক (২০)। সাকিবের সঙ্গে জুটি বেঁধেছেন নাসির হোসেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৩৪০ রান। সাবিক ৪৮ রান নিয়ে অপরাজিত আছেন। নাসির করেছেন ১৪ রান। এর আগে শামসুর ও ইমরুল মিলে দ্বিতীয় উইকেটের জুটিতে বাংলাদেশের সর্বোচ্চ ২৩২ রান করেন। দিনের প্রথম সেশনে লঙ্কানরা কোনো উইকেট না পেলেও দ্বিতীয় সেশনে তিনটি উইকেট তুলে নেন। সবচেয়ে মূল্যবান দুটি উইকেট (শামসুর ও ইমরুল) তুলে নেন অজন্তা মেন্ডিস। মুমিনুলের উইকেট তুলে নেন পেরেরা। চা বিরতির পর ফিরে যান মুশফিক। বাংলাদেশের যে পাঁচটি উইকেটের পতন ঘটেছে তার দুটি নিয়েছেন মেন্ডিস ও দুটি নিয়েছেন পেরেরা। একটি উইকেট নেন লাকমল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top