সকল মেনু

সুবিধা-বঞ্চিত শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা

 লিটু সিকদার, ফরিদপুর প্রতিনিধিঃ সমাজ সেবা অধিদপ্তর পরিচালিত শিশু পরিবার ও সামাজিক পূনর্বাসন কেন্দ্রগুলোর ঢাকা বিভাগীয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে । বুধবার ফরিদপুর শহরতলীর বায়তুল আমান এলাকায় সরকারি শিশু পরিবার কেন্দ্রে ঢাকা বিভাগের ২৫টি প্রতিষ্ঠানের শিশু,কিশোর-কিশোরীরা মনোজ্ঞ এই অনুষ্ঠানে অংশ গ্রহন করে । দুই দিন ব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সমাজ সেবা অধিদপ্তরের ঢাকা বিভাগের ডিডি আলাউদ্দিন সরদার, ফরিদপুরের উপ-পরিচালন দেলোয়ার হোসেন, সমাজ সেবা কর্মকর্তা মো. নুরুল হুদা প্রমুখ । উদ্বোধনী অনুষ্ঠানে  প্রতিযোগীরা বিভিন্ন ধরনের শারীরিক কসরত ও মনোরম ডিসপ্লে প্রদর্শন করে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top