সকল মেনু

আন্তর্জাতিক আদালতে বাংলাদেশের বিরুদ্ধে অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক ৫ফেব্রুয়ারী,ঢাকা: আন্তর্জাতিক আদালতে রাজনৈতিক শত্রুদের দমনে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগ দায়ের করেছে একটি ইসলামি মানবাধিকার সংগঠন। সম্প্রতি নেদারল্যান্ডের হেগে অবস্থিত আন্তর্জাতিক আদালতে এই অভিযোগ দায়ের করে তুরস্কভিত্তিক মানবাধিকার সংগঠন ইন্টারন্যাশনাল কোয়ালিশন ফর ফ্রিডমস অব রাইটস। বৃটিশ আইনজীবী টবি ক্যাডম্যান সংগঠনটির পক্ষে আদালতে এই অভিযোগটি দাখিল করেন। ব্যাপক সহিংসতা, বিরোধীদের নির্বাচন বর্জন ও গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয়ী হওয়ার প্রায় এক মাস পর এই অভিযোগ দাখিল করা হলো। অভিযোগটি দাখিলের পর এ বিষয়ে তদন্ত করা হবে কিনা তা নিয়ে এখন সিদ্ধান্ত নেবেন আইসিসির প্রসিকিউটর ফতো বেনসৌদা।  গত মঙ্গলবার নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিষয়ক গবেষক তেজশ্রী থাপা বলেন, ‘গত জানুয়ারির নির্বাচনের পর বাংলাদেশে সহিংসতা বৃদ্ধি পাওয়ায় তারা গভীরভাবে উদ্বিগ্ন। তবে এটি জানা কঠিন বাংলাদেশে যে সহিংসতার ঘটনা ঘটেছে তা নিয়ে আন্তর্জাতিক আদালতে তদন্ত হতে পারে কিনা।’ একই সঙ্গে তিনি বাংলাদেশ সরকারকে বিরোধী দলের অভিযোগ করা নিরাপত্তা বাহিনী কর্তৃক বিচারবর্হিভূত হত্যাকাণ্ড এবং গুম-খুনের সঠিক তদন্ত করতেও আহ্বান জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top