সকল মেনু

কুড়িগ্রামে ফুটবল টুনার্মেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

 ডাঃ জি.এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ গত সোমবার ৩ ফেব্রুয়ারী বিকাল ৩ টায় কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ জে,ডি একাডেমি ফুটবল মাঠে “মরহুম ফজলুল হক (ফজিয়ত)” ফুটবল টুনার্মেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় ভিতরবন্দ একাদশ বনাম নাগেশ্বরী রুমানা স্পোর্টিং ক্লাব অংশ গ্রহণ করেন। খেলায় নাগেশ্বরী রুমানা স্পোটির্ং ক্লাব ২-১ গোলে ভিতরবন্দ একাদশ কে হারিয়ে চ্যাম্পিয়ান হয়। খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার আবু হায়াত মোহাম্মদ রহমত উল্ল্যা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নাগেশ্বরী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ লাভলী বেগম, কেদার ইউপি চেয়ারম্যান মোঃ ওয়াজিদুল কবীর (রাশেদ), রামখানা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সহিদুর রহমান তালুকদার, ভোগডাঙ্গা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সাইদুর রহমান, রায়গঞ্জ ইউপির (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোঃ রুকুনুজ্জামান (শিমু), উপদেষ্টা মন্ডলীর সদস্য হিসাবে উপস্থিত ছিলেন, ভিতরবন্দ ডিগ্রী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ জয়নুল হক সরকার, নেওয়াশী ইউপি চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন সরকার, ভিতরবন্দ ইউপির সাবেক চেয়ারম্যান, আলহাজ্ব মোঃ শফিউল আলম শফিসহ অন্যান্য নেতৃীবৃন্দ প্রমুখ। খেলাটি পরিচালনা করেন কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার রেফারী মোঃ আব্দুল মতিন ও তার সহযোগীবৃন্দ। খেলা শেষে ভিতরবন্দ ইউপি চেয়ারম্যান ও টুনামেন্ট কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ আমিনুল হক খন্দকার বাচ্চুর সভাপতিত্বে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে পুরুষ্কার প্রদান করেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার আবু হায়াত মোহাম্মদ রহমত উল্ল্যা। সেরা গোলদাতা ও সেরা  খেলোয়াড়কে কুড়িগ্রাম মহামেডান ফুটবল ক্লাব একাডেমির পক্ষ থেকে ক্রেষ্ট প্রদান  করা হয় সেই সাথে মরহুম ফজলুল হক (ফজিয়ত) এর পরিবারের সদস্যকে মরনত্বর ক্রেষ্ট প্রদান করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top