সকল মেনু

সৈয়দপুরে সরিষার বাম্পার ফলন চাষিদের মুখে হাসি

 মো. আমিররুজ্জামান, নীলফামারী ০৪ ফেব্র“য়ারি :  নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলায় চলতি মৌসুমে সরিষার বাম্পার ফলনে চাষিদের মুখে  হাসি ফুটেছে। এরই মধ্যে উপজেলার চাষিরা তাদের স্বপ্নের কাঙ্খিত ফলন সরিষা ঘরে তুলতে শুরু করেছে। আবহাওয়া অনুকুলে থাকায় বারি-১৪ ও বারি-১৫ নামের সরিষা আবাদে চাষিরা বেশি ঝুঁকেছে। এর মধ্যে বারি-১৪ সরিষার ফলন এবার লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি হয়েছে। উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের সরিষা চাষি তৈয়ব আলী জানান, চলতি মৌসুমে ওষুধ ও সারের দাম সহনশীল ও প্রাকৃতিক কোনো সমস্যা না হওয়ায় অন্যান্য বছরের তুলনায় এবার সরিষার উৎপাদন বেশি হয়েছে। তিনি প্রায় ৫ বিঘা জমিতে বারি-১৪ নামের সরিষা চাষ করেছেন। বিঘা প্রতি ৪ থেকে ৫ মন সরিষা আবাদ হয়। বাজার যদি ন্যায্য মূল্য থাকে তাহলে কাঙ্খিত লাভ ঘরে আসবে। ইতোমধ্যে এ জাতের সরিষা তোলার কাজ শুরু হয়েছে। গেল বছর মৌসুমের সময় প্রতিমন সরিষার দাম ছিল প্রায় ২ হাজার টাকা। চাষিদের কাছ থেকে সরাসরি মিল মালিকরা সরিষা কিনলে চাষিরা ন্যায্য মূল্য পাবে বলে তিনি জানান। তবে এবার সরিষার বাজার বাড়তে পারে বলে মিল মালিক সূত্রে জানা গেছে। সৈয়দপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হোমায়রা মন্ডল জানান, উপজেলার ৫টি ইউনিয়নে এবার ১৭৫ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৮০ মেট্রিক টন। তিনি আরও জানান, বর্তমানে তেল উৎপাদনে সরিষার ব্যাপক চাহিদা রয়েছে। পাশাপাশি সরিষা গাছ জ্বালানি কাজে ব্যবহারসহ জমিতে পড়ে থাকা সরিষার আবর্জনা জমি
উর্বর করছে। তাই চাষিরা সরিষা চাষে আরও আগ্রহি হচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top