সকল মেনু

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব; আরো দুই মুসল্লির মৃত্যু

 জেলা প্রতিবেদক, গাজীপুর, ১ ফেব্রুয়ারি : বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে শুক্রবার দিবাগত রাতে আরো দুই মুসল্লি মারা গেছেন। রাত আড়াইটার দিকে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান নূর মোহাম্মদ (৭০)। তিনি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার রাজনগর গ্রামের মৃত রজব আলীর ছেলে। একই রোগে রাত তিনটার দিকে মৃত্যু হয় ঢাকার মিরপুর-২ এলাকার মোকলেছুর রহমানের ছেলে মুজিবুর রহমানের (৫৫)। এ নিয়ে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে মোট আট মুসল্লির মৃত্যু হয়েছে। এদের মধ্যে বৃহস্পতিবার রাত ১০টার দিকে মাগুরার শালিখা উপজেলার হাজরাহাটি গ্রামের তুজাম সরদার (৮০), একই রাত ১১টার দিকে কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার কুরচাব গ্রামের আব্দুল লতিফ (৭৫), নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুরের নূরে আলম (৬৫) এবং শুক্রবার ভোররাতে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ফকিরহাটখোলা এলাকার আব্দুর রব শেখ (৭০) হৃদ্‌রোগে মারা যান।শুক্রবার সকাল সাড়ে নয়টার সড়ক দুর্ঘটনায় নোয়াখালী সদরের বাতিয়া গ্রামের মাওলানা হেদায়েত উল্লাহ (৭০) মারা যান। এ ছাড়া বুধবার রাত পৌনে ১১টার দিকে মারা যান মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার গোপালপুর গ্রামের মো. সফিকুল ইসলাম (৪০)।

আজ যারা বয়ান করবেন-
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন বাদ জোহর ভারতের মাওলানা ইসমাইল গোদরা, বাদ আসর ভারতের মাওলানা জোবায়েরুল হাসান এবং বাদ মাগরিব ভারতের মাওলানা আহম্মদ লাট বয়ান করবেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top