সকল মেনু

বাংলাদেশে ৪টি অত্যাধুনিক মডেল থানার একটি নির্মিত হচ্ছে বাউফলে

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ৩১ জানুয়ারি : বাংলাদেশে ৪টি অত্যাধুনিক মডেল থানা ভবনের একটি নির্মিত হচ্ছে বাউফলে। ইতিমধ্যে ঠিকাদারী প্রতিষ্ঠান এর নির্মাণ কাজ শুরু করেছেন। এই থানা ভবনের সামনে থাকবে একটি দৃষ্টি নন্দন লেক। আর তার উপর থাকবে একটি ব্রিজ। এই ব্রিজ পার হয়েই বাউফল থানায় ডুকতে হবে আগন্তুকদের। শুধু তাই নয়, থানা ক্যাম্পাসের মধ্যে ব্র্যাঞ্চ রোডগুলোর দু’পাশে থাকবে বাহারি ফুলের বাগান ও সৌন্দর্য বর্ধন বিভিন্ন ধরনের গাছগাছালি। সীমানা প্রাচির থাকবে চার দিকে। চলতি বছর জানুয়ারি মাস থেকে পুলিশ হেড কোয়াটারের সরাসরি তত্বাবধানে প্রায় সাড়ে ৬ কোটি টাকা ব্যায়ে এল টাইপের কংক্রিটের ৪তলা বিশিষ্ট বাউফল মডেল থানার নির্মাণ কাজ শুরু হয়েছে। পটুয়াখালী পিডব্লিডি এ কাজটি বাস্তবায়ন করছে। বর্তমানে নতুন এ ভবনের বেইজের মাটি কাটার কাজ চলছে। ১৮৯৬ সালে ব্রিটিশ সরকারের সময় বাউফল থানা প্রতিষ্ঠিত হয়। মোট ৩ একর ৯৬ শতাংশ জায়গা রয়েছে এ থানার। ওই সময় ইট সুড়কি ও লোহার ভিমের উপর নির্মিত দোতালা ভবনটি ব্যবহারে অনুপযোগি হয়ে পরায়, বর্তমান সরকারদলীয় দলীয় চিফ হুইপ আসম ফিরোজ এমপি গত সরকারের হুইপ থাকার সময় প্রচেষ্টা চালিয়ে প্রায় সাড়ে ৬কোটি টাকা ব্যায়ে ৬তলা ফাউন্ডেশন বিশিষ্ট এই নতুন ভবনের অনুমোদন করান। বাউফল থানার ওসি নরেশ চন্দ্র কর্মকার জানান, বাংলাদেশে ৪টি অত্যাধুনিক মডেল থানা ভবনের একটি নির্মিত হচ্ছে বাউফলে। এ ভবনটির নিচতলায় প্রশাসনিক ও অন্যান্য তলায় পুলিশ কোয়াটার হিসাবে ব্যবহার করা হবে। ভবনটিতে উঠা নামার জন্য লিফট থাকবে। এ থানা ভবনটি নির্মিত হলে বাউফল পৌর শহরে সৌন্দর্য কয়েকগুন বেড়ে যাবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top