সকল মেনু

উপজেলা এক্সপ্রেসে উঠতে চায় গোলাপী- রেলমন্ত্রী

 এস এন ইউসুফ,কুমিল্লা(৩১জানুয়ারি):  রেলপথ মন্ত্রী মোঃ মুজিবুল হক এমপি বলেছেন, জাতীয় নির্বাচনের ট্রেন মিস করে এখন বিএনপি দিশে হারা, বিএনপির মাঝে এখন হতাশা আর হতাশা। দিক না পেয়ে এখন উপজেলা নির্বাচনের এক্সপ্রেসে উঠতে চায় বিএনপি নেত্রী গোলাপী বেগম খালেদা জিয়া। তৃতীয়বারের মতো মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় ৩১ জানুয়ারী কুমিল্লার চৌদ্দগ্রামে নিজ নির্বাচনী এলাকার বিভিন্ন ইউনিয়নে পথসভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। মন্ত্রী আরো বলেন, আওয়ামীলীগ ক্ষমতায় এলে দেশে উন্নয়নের জোয়াড় উঠে আওয়ামীলীগকে বাদ দিয়ে অন্যেরা ক্ষমাতায় এলে লুটপাট আর নৈরাজ্য হয়। দেশকে একটি সুখী সমৃদ্ধ দেশ গঠনের শেখ হাসিনার নেতৃত্বে এখন দেশ এগিয়ে যাচ্ছে। যারা নৈরাজ্য করছে তার এখন বুঝে ফেলেছে দেশের মানুষ তাদের প্রত্যাখান করেছে তাই তারা কোন কুল না পেয়ে এখন দিশেহারা হয়ে পড়েছে। তাদের ব্যপারে সকলকে সজাগ থাকতে হবে। জাতীয় সংসদ নির্বাচনের ন্যায় উপজেলা পরিষদ নির্বাচনেও স্বাধীনতা বিরোধী জামায়াত-বিএনপিকে প্রত্যাখান করে স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি আরো বলেন, স্বাধীনতা বিরোধীরা রেলকে ধ্বংস করেদিতে উঠে পড়ে লেগেছে তারা নৈরাজ্যবাদী তার সন্ত্রাসী। তাদের ব্যপারেও সকলকে সজাগ থাকতে হবে। ইনশা আল্লাহ আমরা সকল বিপর্যয় কাটিয়ে উঠতে পেড়েছি এবং ভবিষ্যতেও পারবো। বাংলাদেশ ওয়ামীলীগের নেতৃত্বে রেল হবে বাংলাদেশের গণমাণুষের পরিবহন। সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রীকে বরণ করে নিতে ফুলে ফুলে সাজিয়ে তৈরি করা হয় তোরণ সহ নানান রঙের ব্যনার পেষ্টুন। পথ সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সোবহান ভূঁঞা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামছুদ্দীন আহমেদ চৌধুরী সেলিম, ভাইস চেয়ারম্যান নরুল ইসলাম হাজারী, মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার, চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র মিজানুর রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পদক ও শ্রীপুর ইউপি চেয়ারম্যান শাহজালাল মজুমদার, মুন্সিরহাট ইউপি চেয়ারম্যান মাহফুজ আলম সহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ,
ছাত্রলীগ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top