সকল মেনু

রিয়েলিটি শো রন্ধনশিল্পী’র সেরা চার নির্বাচিত

 বিনোদন ডেস্ক, ঢাকা, ৩০ জানুয়ারি :  দেশের সুপ্ত রন্ধনশিল্পী প্রতিভা অন্বেষণের লক্ষ্যে আয়োজিত রিয়েলিটি শো ‘সেরা রন্ধনশিল্পী-২০১৩’ এর চুড়ান্ত পর্বের ধারণ কার্যক্রম বুধবার ঢাকার ডিএফপি মিলনায়তনে অনুষ্ঠিত হলো। এ পর্বে সেরা ৪জন রন্ধনশিল্পী চুড়ান্ত পর্বে অংশগ্রহন করে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান এবং জনপ্রিয় কন্ঠশিল্পী ইভা রহমান। এছাড়া আরও উপস্থিত ছিলেন দি বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম, মারুফ রহমান, তাশিক আহমেদ প্রমুখ। মূল পর্বের শুরু থেকেই অনুষ্ঠানটি উপস্থাপনার দায়িত্ব পালন করছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শেপ রেশাদ জামান। চুড়ান্ত পর্বে বিচারকের দায়িত্ব পালন করেন লবি রহমান, তাহেরা ওয়াহিদ এবং কল্পনা রহমান। এটিএন বাংলা অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার।সারাদেশ থেকে প্রায় আড়াই হাজার আগ্রহী রন্ধনশিল্পীদের প্রাপ্ত রেসিপির ভিত্তিতে একটি অভিজ্ঞ জুরি কমিটি দেশের সাতটি বিভাগের প্রতিটি থেকে ৭ জন করে মোট ৪৯জন প্রতিযোগীকে রিয়েলিটি শো`র মূল পর্বে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানায়। এরপর ধারাবাহিকভাবে সেরাদেরকে নির্বাচন করা হয় পরবর্তী পর্বের জন্য। এভাবে মোট ১২টি পর্বের মাধ্যমে চুড়ান্ত চার জন প্রতিযোগিকে নির্বাচন করা হয়। প্রতিযোগিতায় সেরাদের জন্য রয়েছে আর্থিক, ভ্রমন সহ আকর্ষণীয় পুরস্কার। আগামীতে জাকজমকপূর্ণ গ্রান্ড ফিনালে অনুষ্ঠানের মাধ্যমে সেরাদের নাম ঘোষণা করা হবে। এটিএন বাংলা আগামী ১৬ই ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠানটি সাপ্তাহিকভাবে প্রচার করবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top