সকল মেনু

নগরকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে

Vulu(1)মোঃ লিয়াকত হোসেন নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি: চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় দফার তফসিল ঘোষনার সাথে সাথে ফরিদপুরের নগরকান্দা উপজেলার বিভিন্ন হাটবাজারে, চায়ের দোকানে পাড়া-মহল্লায় শুরু হয়েছে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে ব্যাপক আলোচনা । কারন দ্বিতীয় দফায় ১১৭ টি উপজেলার মধ্যে নগরকান্দা উপজেলা রয়েছে। ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছেন বেশ কয়েকজন প্রার্থী। ঘোষিত তফসিল অনুযায়ী ২৭ ফেব্রয়ারী অনুষ্ঠিত হবে নগরকান্দা উপজেলা পরিষদের নির্বাচন। আ’লীগ-বিএনপি উভয় দলেই রয়েছে একাধিক প্রার্থী। চেয়ারম্যান পদে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন বিএনপির সাবেক মহাসচিব সাবেক মন্ত্রী মরহুম জননেতা কে এম ওবায়দুর রহমানের ছোট ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান কে এম জাহাঙ্গীর,আ’লীগ নেতা ও বর্তমান উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান সরদার, নগরকান্দা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও ফরিদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারন সম্পাদক এ্যাডঃ লিয়াকত আলী খান বুলু,নগরকান্দা পৌরসভার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাবেক সভাপতি মোয়াজ্জেম হোসেন সাহেব মিয়া, নগরকান্দা উপজেলা আ’লীগের সাবেক আহবায়ক খন্দকার জাকির হোসেন নিলু, নগরকান্দা উপজেলা বিএনপির সহ সভাপতি সৈয়দ শাহীনুজ্জামান শাহীন । ভাইস চেয়ারম্যান হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন ফরিদপুর জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ হাবিবুর রহমান হাফিজ, ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ শওকত আলী শরীফ, চরযোশরদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আ’লীগ নেতা ইসরাইল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আ’লীগের যুগ্ম আহবায়ক সালমা বেগম , নগরকান্দা উপজেলা মহিলা আ’লীগের আহবায়ক হিরুন্নাহার বেগম, নগরকান্দা উপজেলা মহিলা আ’লীগের যুগ্ম আহবায়ক প্রভাষিকা আঞ্জুমানারা বেগম, নগরকান্দা উপজেলা মহিলা দলের সাবেক সভানেত্রী ও ফরিদপুর জেলা বিএনপর সদস্য নারগীছ আক্তার । তবে এলাকার সাধারন ভোটাররা কে কোন দলের প্রার্থী তার চেয়ে প্রার্থীর ব্যাক্তিগত যোগ্যতাকেই বড় করে
দেখছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top