সকল মেনু

কলাপাড়ায় স্লুইসগেটের উইংওয়াল দখল করে চলছে পাকা স্থাপনা নির্মাণ

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ২৮ জানুয়ারি : বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধের স্লোপ দখলের পর এবার কলাপাড়ায় দখল হচ্ছে স্লুইসগেটের উইংওয়াল। উইংওয়ালসহ গোটা এরিয়া দখল করে পাকা স্থাপনা তোলার কাজ চলছে। বালিয়াতলী ইউনিয়নের বাবলাতলা বাজারে পাউবোর ৪৭/৪ নম্বর পোল্ডারে এক ভেন্ট স্লুইসটির উইংওয়াল দখল করে প্রায় ১৫দিন ধরে একটি প্রভাবশালী মহল স্থাপনা তোলার কাজ করছে। স্লুইসটির দু’দিকে ইতোমধ্যে অন্তত ১২ টি পাকা/আধাপাকা স্থাপনা তোলা হয়েছে। স্থাপনা
তোলার কাজ বর্তমানে অব্যাহত রয়েছে। স্লুইসটির আশপাশসহ উইংওয়াল দখলমুক্ত করতে পানি উন্নয়ন বোর্ড কলাপাড়াস্থ নির্বাহী প্রকৌশলীর কাছে এলাকার বাসিন্দা আবুল কাশেম একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি অভিযোগে উল্লেখ করেছেন, জনস্বার্থে আশি’র দশকে স্লুইসটি নির্মাণ করা হয়েছে। স্লুইসটি দিয়ে বড়বালিয়াতলী,
বেতকাটাসহ সহ¯্রাধিক একর কৃষি জমির পানি ওঠানামা করছে। কৃষক তার প্রয়োজনে পানি ওঠানামা করায়। স্লুইসটির গাইড ওয়াল ঘেঁষে মাটি কাটার কারণে স্লুইসের লুজ এপ্রোনের ব্লক ভেঙ্গে গেছে। এখন চারদিকে স্থাপনা তোলা হচ্ছে। এমনকি উইংওয়াল দখল করে পর্যন্ত পাকা বহুতল স্থাপনা তোলা হচ্ছে। আবুল কাশেম তার লিখিত অভিযোগে ১২ জনের বিরুদ্ধে বাঁধের স্লোপসহ স্লুইসগেট সংলগ্ন উইংওয়াল দখল করার অভিযোগ করেছেন। স্লুইসগেটসহ সংলগ্ন এলাকা দখল করে স্থাপনা তোলার কারণে স্লুইসটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়বে বলে আবুল কাশেমের আশঙ্কা। এমনকি কৃষিকাজে বিপর্যয়ের আশঙ্কাও করছেন তিনি। এব্যাপারে পানি উন্নয়ন বোর্ড কলাপাড়ার নির্বাহী প্রকৌশলী মো. সফি উদ্দিন জানান, স্লুইসগেটসহ আশপাশের এলাকা দখলমুক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top