সকল মেনু

লঞ্চডুবি, উদ্ধার কাজ চলছে

জেলা প্রতিবেদক, পটুয়াখালী, ২৭ জানুয়ারি : পটুয়াখালীতে লঞ্চডুবির ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, লোহালিয়া নদীর পালের ডাঙ্গা নামক স্থানে এমভি আচল-৫ এর ধাক্কায় এমভি শিথিল-১ নামের লঞ্চটি ডুবে যায়। এই লঞ্চে প্রায় অর্ধশত যাত্রী ছিলেন। এটি পটুয়াখালীর দিকে ফিরছিল। আর পটুয়াখালীর রাঙাবালি টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে এমভি আচল-৫।পটুয়াখালী প্রতিবেদক  সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে জানান, ডুবে যাওয়া লঞ্চের অন্তত ২০ যাত্রী এখনো নিখোঁজ রয়েছেন।জেলা পুলিশ সুপার রফিকুল হাসান গনি হটনিউজ২৪বিডি.কমকে জানান, ডুবে যাওয়া লঞ্চের ৩০ যাত্রীকে উদ্ধার করেছেন কোস্টগার্ডের সদস্যরা। স্থানীয় লোকজনের সহযোগিতায় উদ্ধার কাজ চলছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top