সকল মেনু

কলাপাড়ায় স্বাস্থ্য বিভাগের এক কর্মীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ২৭ জানুয়ারি:  কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারি ব্রাদার আব্দুল হালিমের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারসহ বিভিন্ন ধরনের দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। স্বাস্থ্যমন্ত্রী বরাবর এঅভিযোগ দাখিল করেছেন কলাপাড়া পৌর শহরের বাসিন্দা মিলন তালুকদার। তিনি তার লিখিত অভিযোগে জানিয়েছেন, আব্দুল হালিম দীর্ঘ ১৪/১৫ বছর কলাপাড়ায় চাকরি করছেন। মেইল নার্স এটেন্ডেস পদে চাকরি করলেও জরুরী বিভাগে দায়িত্ব পালন করে আসছেন। এমনকি কলেজ রোড এলাকায় আলীশান বাড়ি তৈরি করে সেখানে হাসপাতাল স্টাইলে চিকিৎসা করে আসছেন। নাচনাপাড়া চৌরাস্তা এলাকায় বিপুল পরিমাণ জমি কিনে সেখানে মার্কেট করেছেন। নিজেই ডাক্তার সেজে ব্যবস্থাপত্র লিখে চিকিৎসা ব্যবসা করছেন। ফ্রি-স্টাইলে বছরের পর বছর এভাবে ক্ষমতার অপব্যবহার করে হালিম তার অপকর্ম করে আসছে বলে মিলন তালুকদারের অভিযোগ। তিনি এসবের জরুরি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এব্যাপারে অভিযুক্ত কর্মচারী আব্দুল হালিম জানান, উপরোক্ত অভিযোগসমুহ সম্পুর্ণ মিথ্যা। তাকে সামাজিক ও মানসিকভাবে হয়রাণি করতে এমন অভিযোগ দেয়া হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুর রহিম জানান, এখন পর্যন্ত লিখিত কোন অভিযোগ তিনি পাননি। পেলে তদন্ত স্বাপেক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top