সকল মেনু

ঝিনাইদহের কোটচাঁদপুরে যৌথ বাহিনীর সাথে বন্দুক যুদ্ধে জামায়াত নেতা নিহত ও ৩

সিরাজুল ইসলাম মল্লিক(ঝিনাইদহ):  যৌথ বাহিনীর সাথে বন্দুক যুদ্ধে ঝিনাইদহের   কোটচাঁদপুর উপজেলা জামায়াতের অর্থ সম্পাদক মাস্টার এনামুল হক (৪৫) নিহত হয়েছে। রোববার রাত ২ টার দিকে কোটচাঁদপুর উপজেলার নওদাগ্রাম মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এসময় গুলি ও বোমায় এসআই মিজানুর রহমান, এএসআই মুক্তার হোসেন ও কনেস্টবল জয়দেব আহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি সাটারগান ও দুইটি তাজা বোমা উদ্ধার রেছে। প্রায় আধা ঘন্টাব্যাপী বন্দুকযুদ্ধে ৩০ রাউন্ড গুলি বিনিময়ের ঘটনা ঘটে। তবে জেলা জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এনামূলক হককে শনিবার বিকালে আটক করার পর হত্যা করা হয়েছে। নিহত এনামুল হক উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেক বিশ্বাসের ছেলে ও মুরুটিয়া-বলরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক। কোটচাঁদপুর থানার ওসি শাহাজান খান জানান, একদল সন্ত্রাসী গোপন বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি দল অভিযানে বের হয়। রাত ২টার দিকে কোটচাঁদপুর পৌর সভার নওদাগ্রাম মাধ্যমিক বিদ্যালয় এলাকায় পৌছালে সন্ত্রাসী যৌথ বাহিনীর সদস্যদের  লক্ষ করে ১০ রাউন্ড গুলি ও ৩ বোমা ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। এসময় যৌথ বাহিনীর গুলিতে এনামুল নিহত হয়। এসময় সন্ত্রাসীদের গুলিও বোমায় এসআই মিজানুর রহমান, এএসআই  মুক্তার হোসেন ও কনেস্টবল জয়দেব আহত হয়। নিহত এনামূল হকের লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ  সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এদিকে কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমির তাজুল ইসলাম অভিযোগ করেন শনিবার  বিকাল ৪টার দিকে উপজেলা নির্বাচন অফিসের সামনে থেকে পুলিশের একটি দল তাকে আটক করে। উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে উপজেলা জামায়াতের সাধারন সম্পাদক  মুয়াবিয়া হোসেনের পক্ষে মনোনয়ন জমা দিতে গেলে তাকে আটক করা হয়। এরপর রাতের কোন এক সময় তাকে গুলি করে হত্যা করে। এদিকে  বিকালে স্থানীয় সরকারী কলেজ মাঠে নিহত এনামুলের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে হাজার হাজার সাধারন জনতা অংশ নেয়। জানাযায় অংশ নেওয়া  একজন মুসল্লী জানান জানাযার নামাজে দাড়িয়ে অন্য কোনো জানাযায় সাধারন মানুষকে  এমন অঝর ধারায় চোখের জল ফেলতে আমি দেখিনি। সাথে এনামুলের বড় ছেলে হাসিবের কান্নায় জানাযা ময়দানের আকাশ বাতাস ভারি হয়ে ওঠে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top