সকল মেনু

মুন্সীগঞ্জে গৃহবধু হত্যায় স্বামী-স্ত্রীর ফাঁসি

 সেতু ইসলাম,মুন্সীগঞ্জ:  মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার ফুলহার গ্রামের যৌতুকের বলি গৃহবধু আমেনা বেগম মায়া চাঞ্চল্যকর হত্যা মামলায় বৃহস্পতিবার স্বামী-স্ত্রী ২ জনের ফাঁসির রায় প্রদান করেছে। তাছাড়া ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মামলায় অপর ৩ জন আসামিকে বেকসুর খালাস প্রদান করা হয়। বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে ট্রাইব্যুনালের বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো: শাহজাহান কবীর এ রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হচ্ছেন-নিহতের ননদ লুৎফা বেগম ও ননদের স্বামী মো: নাজিমউদ্দিন। মামলায় সরকার পক্ষে আইনজীবি সুলতানা আক্তার বিউটি এ রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, এ রায়ের মাধ্যমে দেশে যৌতুক বিরোধী এক মাইল ফলক স্থাপিত হলো। আসামিরা পলাতক হলেও একদিন তাদের ধরা পড়তে হবে। এবং আইনের  শাশ্বন সু-প্রতিষ্ঠিত হবে। অপর পক্ষে আসামি পক্ষের আইনজীবি রোজিনা ইয়াসমিন  জানিয়েছেন আসামিরা তার কাছে এলে তিনি তাদের পক্ষে আপিল করবেন।উল্লে খ্য ২০০৬ সালের জানুয়ারিতে সিরাজদীখান উপজেলার উল্লে খ্য ২০০৬ সালের ১৪ জানুয়ারী জেলার সিরাজদিখান উপজেলার চন্দনধূল গ্রামের দীনমজুর আয়ুব আলী দেওয়ানের কন্যা গৃহবধু আমেনা বেগম মায়াকে একই উপজেলার ফুলহার গ্রামের স্বামী শেখ সালাহউদ্দিনের বাস ভবনে রাতের আঁধারে বাহির থেকে তালাবধ্ব করে কেরোসিন  ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার ঘটনা ঘটে। ওই বছরের ১৪ জানুয়ারি জেলা শহরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নিহতের বাবা আইয়ুব আলী দেওয়ান বাদী হয়ে নিহতের ননদ লুৎফা বেগম ও ননদের স্বামী নাজিমউদ্দিনসহ ৫ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন। তবে ফাঁসির আসামী দু’জনই পলাতক রয়েছে ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top