সকল মেনু

লাকসাম-চিনকি আস্তান ডাবল লাইনের গুনবতী অংশ পরিদর্শন-রেলপথমন্ত্রী

 এস এন ইউসুফ,হটনিউজ২৪বিডি.কম,কুমিল্লা:  আওয়ামীলীগ এলে দেশে উন্নয়নের জোয়াড় উঠে আওয়ামীলীগকে বাদ দিয়ে অন্যেরা ক্ষমাতায় এলে লুটপাট আর নৈরাজ্য হয়। আওয়ামীলীগের আমলে বাংলাদেশ রেলওয়েতে যে উন্নয়ন হয়েছে তা বাংলাদেশে ইতিহাস হয়ে থাকবে। আজ ২৪ জানুয়ারী বিকাল ৩টায় লাকসাম-চিনকি আস্তান ডাবল লাইনের গুনবতী অংশ পরিদর্শন কালে রেলপথমন্ত্রী মোঃ মুজিবুল হক এমপি সাংবাদিকদের উদ্দেশ্যে এসব কথা বলেন। এসময় মন্ত্রী আরো বলেন, আওয়ামীলীগ ক্ষমতায় এলে নতুন নতুন রেললাইন তৈরি হয় যার মধ্যে একটি প্রমাণ হচ্ছে লাকসাম-চিনকি আস্তানা ডাবল কাজ। এ কাজ আওয়ামীলীগ ক্ষতায় আসার পর থেকে দ্রুত এগিয়ে যাচ্ছে। মন্ত্রী বলেন, আগামী ফেব্রুয়ারী ও মার্চের মধ্যে এ কাজ প্রধান মন্ত্রী শেখ হাসিনা নিজে এসে উদ্বোধন করবেন বলে আশ্বাস দেন। একাজ সমাপ্ত হলে ঢাকা-চট্টগ্রাম রেল যোগযোগের ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের উন্মোচন হবে। রেলদূর্ঘটনা থেকে অনেক ট্রেন রক্ষা পাবে। তিনি আরো বলেন, স্বাধীনতা বিরোধীরা রেলকে ধ্বংস করেদিতে উঠে পড়ে লেগেছে তারা নৈরাজ্যবাদী তার সন্ত্রাসী। রেলের ইতিহাসে এমন ঘটনা কখনো ঘটেনি। তাই বর্তমান সরকার অতিতেও রেলের প্রতি আন্তুরিক আগামীতেও আন্তরিক ভাবে থেকে কাজ করে যাবে। সকল বিপর্যয় কাটিয়ে রেল হবে বাংলাদেশের গণমাণুষের পরিবহন। বিকাল ৩টায় মন্ত্রী তার নিজ নির্বাচনী এলাকার গুনবতী রেলষ্টেশন বিশেষ পরিদর্শন কলে এসব কথা বলেন। এসময় বাংলাদেশ রেলওয়ের উর্দ্বতন কর্মকর্তা ও লাকসাম-চিনকি আস্তানা ডাবল লাইনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top