সকল মেনু

রাজশাহীতে ৬৪ হাজার শিশু পাবে পোলিও টিকা

 নিজস্ব প্রতিবেদক, রাজশাহী, ২৩ জানুয়ারি :  রাজশাহীতে ২৫ জানুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত হাম-রুবেলা ক্যাম্পেইন চলবে। মহানগরীর ওয়ার্ডগুলোতে তিনশটি কেন্দ্রের মাধ্যমে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

কর্মসূচির আওতায় ০-৫৯ মাস বয়সি ৬৪ হাজার ৯৭২ জন শিশুকে পোলিও টিকা এবং ৯ মাস থেকে ১৫ বছরের ১ লাখ ২৯ হাজার ৩৮ জন শিশুকে হাম-রুবেলা টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে নগর ভবনে এক সংবাদ সম্মেলনে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল এ তথ্য জানান। টিকা প্রদান কর্মসূচিতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে দায়িত্ব পালন ও সহযোগিতার আহবান জানান সিটি মেয়র।

একই বিষয়ে সংবাদ সম্মেলন করেন রাজশাহীর সিভিল সার্জন ডা. শহিদুল ইসলাম। এ সময় তিনিও টিকা প্রদান কর্মসূচিতে সংশ্লিষ্ট সকলকে সহযোগিতার আহবান জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top