সকল মেনু

কোটালীপাড়ায় ব্র্যাকের কৃষক-কিষানীদের সাথে মতবিনিময়

 গৌরাঙ্গ লাল দাস,কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:  গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নারী পুরুষের সম মজুরি প্রাপ্তিতে কৃষক- কিষানীদের সাথে মতবিনিময় করেছেন বেসরকারি সংস্থা ব্র্যাক। গত মঙ্গলবার উপজেলার ছিকটীবাড়ী গ্রামে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আওয়তায় কমিউনিটি সেফ্টি প্রোজেক্টের পক্ষ থেকে এ মতবিনিময় করা হয়।এ সময় ব্র্যাকের এস আর এস এস -এ এম এনামুল হক , সিনিয়র ডিএমপিটি সঞ্জয় ঠাকুর, ডিএমআইবি উত্তম বিশ্বাস, এফ ও শৈব্যা রানী বড়াল উপস্থিত ছিলেন। মাঠে সরেজমিন মতবিনিময় কালে কৃষক-কিষানীদের পক্ষে সবিতা বিশ্বাস, সুমিত্রা পান্ডে, তিমির বিশ্বাস ,মুকুল বাড়ৈ ও বকফুল বিশ্বাস বলেন আগে আমাদের এলাকায় নারীদের চেয়ে পুরুষের কাজের মজুরি ৫০ টাকা কম ছিল ।কিন্তু বর্তমানে আমাদের সমান মজুরি জমির মালিকরা দিচ্ছে। কারণ আমরা পুরুষের পাশাপাশি সমান কাজ করছি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top