সকল মেনু

প্রশসানের নামে কৃষকদের কাছ থেকে লাখ লাখ টাকা আদায়

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ২১ জানুয়ারি: বাউফলের তেঁতুলিয়া নদীর বুক চিরে জেগে ওঠা ১৮টি চরে পাকা আমন ধান কাটতে একটি মহল পুলিশ ও ভূমি অফিসের  নামে গরিব কৃষকদের কাছ থেকে লাখ লাখ টাকা আদায় করে নিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। সরেজমিন, চর রায় সাহেব, চর ব্যারেট, চর মিয়াজান গিয়ে জানা গেছে, বাউফলের ১৮টি চরে চলতি বছর প্রায় আড়াই হাজার একর জমিতে আমন চাষ করা হয়েছে। ওই সকল চরে বন্দোবস্ত ছাড়াও খাস খতিয়ানের জমি রয়েছে। আমন ধান কাটা মৌসুমকে সামনে রেখে চরের সাবেক মেম্বর আমির আলী, চর ব্যারেটের বর্তমান মেম্বর নাগর আলী ও নাজিরপুরের রহমান মাষ্টারের নেতৃত্বে অঘোষিত একটি কমিটি গঠন করা হয়। এবছর রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে ওই মহলটি গরিব কৃষকদের কাছ থেকে বন্দোবস্ত ও খাস জমির ধান কাটতে একর প্রতি এক হাজার টাকা আদায় করছে। টাকা না দিলে বিরম্বনার শিকার হতে হয় তাদের। যেমন, ধান কেটে স্তুপ করে ক্ষেতেই রাখতে হয়। টাকা পরিশোধ করে তার পর ধান নিতে হয়। আবার অনেক কৃষক এই বিড়ম্বনার হাত থেকে বাঁচতে ওই অঘোষিত কমিটির কাছে আগাম টাকা পরিশোধ করে তারপর ধান কাটতেক্ষেতে যান ।
একাধিক কৃষক জানান, তথাকথিত ওই কমিটি তহশিলদার, পুলিশ, সার্ভেয়ারসহ বিভিন্ন পর্যায়ের নেতাদের নামে তাদের কাছ থেকে টাকা আদায় করছে । অপরদিকে,
ভূমিদস্যু ও মামলবাজ বলে খ্যাত কালাইয়া ইউনিয়নের সেকান্দার খলিফা চরের ও চরের বাহিরের কিছু সুবিধাবাদি লোকদের নিয়ে গঠিত তথাকথিত ফেডারেশনের
সাথে সরকার ও ব্যাক্তি পর্যায়ের মামলা চালাতে চাষিদের থেকে প্রতি একর জমির অনুকুলে এক হাজার টাকা আদায় করে নিচ্ছে। এভাবে চরের প্রান্তিক, বর্গচাষি
ও বন্দোবস্ত দেয়া জমির মালিকদের থেকে ওই চক্র দুটি লাখ লাখ টাকা আদায় করে নিচ্ছে। এবিষয়ে সাবেক মেম্বার আমির আলী অভিযোগ অস্বীকার করে বলেন, চরের চাষিদের থেকে টাকা আদায়ের খবর ভিত্তিহীন। রাজনৈতিক প্রতিহিংসাবশত: তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। নাগর আলী ও রহমান মাষ্টারের সাথে যোগাযোগ করা হলে তারা এ বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হননি। উপজেলা সহকারি কমিশনারের দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী অফিসার এবিএম
সাদিকুর রহমান বলেন, আমারা সরকারি নিয়ম অনুযায়ি খাস জমির অনুকুলে কৃষকদের ডিসিআর দিয়ে দিচ্ছি। সে অনুযায়ি তারা ধান কেটে আনছে। তবে
অফিসের নামে কেউ টাকা আদায় করছে এমন কোন অভিযোগ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top