সকল মেনু

কানাডা শিক্ষায় সহযোগিতা করবে

 নিজস্ব প্রতিবেদক, ঢাকা, ২১ জানুয়ারি :  বাংলাদেশের কারিগরি শিক্ষায় সহযোগিতা করবে কানাডা। জানিয়েছেন ঢাকাস্থ কানাডিয়ান হাইকমিশনার মিস্ হিদার ক্রুডেন। মঙ্গলবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সাথে তার অফিসে সাক্ষাতকালে ক্রডেন এ আগ্রহ প্রকাশ করেন। এসময় কানাডিয়ান হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি মিস্ লরি স্যামিলাকও উপস্থিত ছিলেন। এসময় শিক্ষামন্ত্রী ক্রুডেনকে জানান, নানা সীমাবদ্ধতা সত্বেও গত পাঁচ বছরে জাতীয় শিক্ষানীতি প্রণয়ন, প্রতিবছর প্রাথমিক ও মাধ্যমিক স্তরে সব শিক্ষার্থীকে ১ জানুয়ারি বই দেওয়া, ক্লাস শুরু করা, নিয়মিত পরীক্ষা গ্রহণ ও ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করাসহ শিক্ষাখাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। প্রাথমিকে ভর্তির হার শতকরা ৯৯ ভাগ এর উপরে। তবে তাদের ক্লাসে ধরে রাখা চ্যালেঞ্জের বিষয়। তিনি আরো বলেন, কারিগরি খাতে ইতিমধ্যে যথেষ্ট অগ্রগতি হলেও এখাতে আরো ব্যাপক উন্নয়ন প্রয়োজন। মন্ত্রী বলেন, বর্তমানে কানাডা সরকারের ১১ দশমিক ১০ মিলিয়ন ডলার অর্থায়নে স্কিলস্ এন্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট কাজ করছে এবং কানাডিয়ান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা- সিডার অনুদানে স্কিলস্ ফর এমপ্লয়মেন্ট এন্ড প্রডাক্টিভিটি প্রজেক্ট প্রণয়ন করা হয়েছে। সেটি অনুমোদন করা হবে শিগগির। তিনি কারিগরি শিক্ষার সম্ভাব্য উন্নয়নে কানাডা সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top