সকল মেনু

জঙ্গি-সন্ত্রাসীদের কেউ রক্ষা করতে পারবে না-প্রধানমন্ত্রী

 নিজস্ব প্রতিবেদক,ঢাকা, ১৮ জানুয়ারি :   প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ‘যতই মুরব্বি থাকুক, যত বড় শক্তিই এসে পাশে দাঁড়াক জঙ্গি-সন্ত্রাসীদের কেউ রক্ষা করতে পারবে না, দেশে জঙ্গিবাদ-সন্ত্রাস বন্ধ করতে যা যা প্রয়োজন তাই করা হবে।’ শনিবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকের আগে তিনি একথা বলেন। বিএনপির উদ্দেশে তিনি বলেন, ‘জনগণ আমাদের পাশে আছে। জনগণকে নিয়ে আমরা এগিয়ে যাব।’ প্রধানমন্ত্রী বলেন, ‘কোনো ধরনের জঙ্গিবাদী-সন্ত্রাসী কর্মকাণ্ড বাংলাদেশে চলবে না। রাজনীতি করতে হলে এগুলো বন্ধ করতে হবে। গণতান্ত্রিক পথে আসতে হবে। এগুলো জনগণ মেনে নেবে না।’ তিনি আরও বলেন, ‘বিএনপির সঙ্গে জামায়াত আছে। বিএনপি অপরাধীদের সঙ্গে আছে। অপরাধ সংগঠনই তাদের কাজ। সুতরাং তারা অপরাধ করবে এটাই স্বাভাবিক।’ সংখ্যালঘুদের ওপর হামলায় ক্ষতিপূরণে সরকারের উদ্যোগের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘হামলার ৫ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্টদের ব্যবস্থা নিতে বলেছি। ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি তৈরি করে দেওয়ার নির্দেশ দিয়েছি। ঘরের ডিজাইনও করে দিয়েছি। মোটামুটি ভাবে ৬ ইঞ্চি গাঁথুনি ও টিনের চালের ঘর তৈরি করতে বলেছি। তাদের স্যানিটারি ল্যাট্রিন করে দেওয়া হবে।’ বিএনপি-জামায়াত হত্যার উৎসব করেছে বলেও মন্তব্য করে তিনি বলেন, ‘তারা নির্বাচন প্রতিহতের ঘোষণা দিয়ে পেট্রল ঢেলে মানুষ হত্যা করেছে। কেউ তাদের হাত থেকে রেহাই পায়নি। এমনকি গরু ভর্তি গাড়িতেও তারা পেট্রল দিয়ে আগুন দিয়েছে। আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করতে পারেনি তারা।’ সরকার শপথ গ্রহণের পর দেশে স্বস্তি ফিরে এসেছে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সরকার গঠনের পর বিশেষ করে শপথ গ্রহণের পর দেশে স্বস্তি ফিরে এসেছে। যদিও বিএনপি নেত্রীর জনগণের শান্তি দেখলে ভালো লাগে না।’ আজ শনিবার সন্ধ্যা সোয়া ৬টা দিকে শুরু হওয়া এ বৈঠকে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের প্রায় সকল সদস্যই উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top