সকল মেনু

নির্মল সেনের প্রথম মৃত্যুবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক,হটনিউজ২৪বিডি.কম,ঢাকা:  মৌলবাদী, জঙ্গিবাদী, যুদ্ধাপরাধী জামায়াত-শিবির বিএনপির ছত্রছায়ায় দেশে নাশকতা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।শনিবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে কমরেড নির্মল সেনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন। কমরেড নির্মল সেন স্মরণ জাতীয় কমিটি এই স্মরণসভার আয়োজন করে। মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘অতীতে বিরোধী দল হিসেবে আওয়ামী লীগ ব্যার্থ হয়েছে আর আজকে বিএনপি ব্যার্থ হলো। এর মূল কারণ তাদের সীমাহীন দুর্নীতি আর স্বেচ্ছাচারিতা। এর সুযোগে বিএনপির ছাতার নিচে জামায়াত রাজনীতি করার সুযোগ পেয়েছে। আর আজকে বিভিন্ন মহল থেকে জামায়াতকে নিষিদ্ধ করার চাপ আসছে।’নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘এই নির্বাচন মূলত একটি প্রহসনের নির্বাচন। এটি জনগনের ভোট ছাড়া সরকার গঠন করা। ১৫৩টি আসন পেলে একাই সরকার গঠন করা যায়। আর সেই আসনগুলোই কি না বিনাপ্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ জিতে গেছে। এর চেয়ে বড় প্রহসন হয় না। এখন এই নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে এই তর্কে আটকে থাকা আমি বুদ্ধিমানের কাজ বলে মনে করি না।’এসময় তিনি জামায়াতকে প্রতিহত ও নিষিদ্ধ করারও দাবি জানান। সংগঠনের আহ্বায়ক কামাল লোহানীর সভাপতিত্বে স্মরণসভায় আরো উপস্থিত ছিলেন বাসদের সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান, গণতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়ক অধ্যাপক আব্দুস সামাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক এমএম আকাশ, গণসংহতি আন্দোলনের আহ্বায়ক জোনায়েদ সাকি প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top