সকল মেনু

যৌথ বাহিনীর অভিযান চলাকালে নিজ গুলিতে

সিরাজুল ইসলাম মল্লিক(ঝিনাইদহ): ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার হরিন্দিয়া-মামুন শিয়া-ঝামাঘাটা গ্রামে বিকালে আকষ্মিকভাবে অভিযানে নামে যৌথ বাহিনীর তিন শতাধিক সদস্য। পুলিশ সূত্রে প্রকাশ অভিযান চলাকালে যৌথবাহিনীর সদস্যরা পুরো গ্রামটি ঘিরে ফেলে জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে এক রাউ- ফাকা গুলি বর্ষণ করে। ঐ সময় যৌথ বাহিনীর অভিযানে ঝামাঘাটা গ্রামের সুরত আলীল পুত্র বাবুল ক্বারী ও আরজান ক্বারীর পুত্র রবিউল ইসলাম আটক হয়। আটকের পর পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষ সমস্ত বাহিনীকে সতর্ক অবস্থান নিতে নির্দেশ দেয়। এ নির্দেশ পালনকালে অসাবধানতার কারণে নিজের হাতে থাকা  শর্টগানের ট্রিগারে হঠাৎ করেই চাপ লেগে বাম পায়ে গুলি বিদ্ধ হয়ে মারাত্মক আহত হয় পুলিশ সদস্য রিপন(৩৫)। সে কোটচাঁদপুরের সার্কেল এসপির দেহরক্ষী ছিল বলে জানা যায়। আহত পুলিশ সদস্যকে তাৎক্ষনাত কোটাঁদপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়। অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ রিপোর্ট লেখা  পর্যন্ত আহত পুলিশ সদস্যের অবস্থা সঙ্কটময় বলে জানা যায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top