সকল মেনু

মৌলভীবাজারে অস্বাভাবিক শিশুর জন্ম

এম শাহজাহান আহমদ,মৌলভীবাজার: মৌলভীবাজার শহরের একটি প্রাইভেট ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে দুই মাথা, চার হাত ও চার পা বিশিষ্ট মাথা হতে কোমর পর্যন্ত জোড়া লাগানো একটি অস্বাভাবিক যমজ ছেলে শিশুর জন্ম হয়েছে। মেডিক্যাল সাইন্স এটাকে বলে কনজয়েন্ট টুইন শিশু (ঈড়হলড়রহঃ ঞরিহ ইধনু) বলে। চিকিৎসকরা জানিয়েছেন, এশিয়া ও আফ্রিকায় ৫০ হাজারের মধ্যে ১টি ও ইউরোপ আমেরিকায় প্রতি ২ লাখের মধ্যে ১টি শিশুর জন্ম হয়ে থাকে। শনিবার বেলা সোয়া এগারোটায় মৌলভীবাজার শহরের মৌলভী পলি ক্লিনিকে প্রায় ঘন্টা কানেক সফল অপারেশনের মাধ্যমে এই শিশুটি পৃথিবীর আলো দেখে। গাইনী চিকিৎসক ডা. সুধাকর কৈরী জানান, শুক্রবার শিশুর মা ক্লিনিকে আসলে প্রথমে তার রক্তের গ্রুপ নির্ণয় করার জন্য শহরের  ইউনাইটেড ডায়াগনস্টিক সেন্টারে পাঠানো হয়। সেন্টারের চিকিৎসক ডা. সাব্বির হোসেন খাঁন আল্ট্রাসনোগ্রাফিসহ প্রয়োজনীয় পরীক্ষা করার সময় এই শিশুটি মায়ের গর্ভে অস্বাভাকি ভাবে রয়েছে ধরা পরে। তারপর প্রয়োজনীয় সব পরীক্ষা শেষে নিশ্চিত হওয়া যায় যে, শিশুটি নরমাল ডেলিভারি সম্ভব নয়। তাই অভিভাবক ও চিকিৎসক পরামর্শ করে শনিবার অস্ত্রপাচার করা হয়। তিনি জানান, শিশুটির বয়স ২৪ সপ্তাহ। জন্মের পর মাত্র ২০ মিনিট বেঁচে ছিলো শিশুটি। তার ওজন প্রায় ২ কেজি। তবে শিশুটির মা সুস্থ রয়েছেন। তিনি আরো জানান, জন্মগত ত্রুটি, জেনেটিক কারণ ও বাবা-মায়ের অসাবধনতাসহ বিভিন্ন কারণে এধরনের শিশুর জন্ম হয়। তিনি এই শিশুটিকে বিরল বলে অভিহিত করেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top