সকল মেনু

শালিসকারীদের টাকা না দেওয়ায় মারধরের অভিযোগ

 গৌরাঙ্গ লাল দাস ,কোটালীপাড়া(গোপালগঞ্জ) প্রতিনিধিঃ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় শালিসকারীদের টাকা না দেওয়ায় একটি পরিবারের চার সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে। উপজেলার আশুতিয়া গ্রামের জাফর মোল্লা জানান,তার বিদেশ ফেরত ভাই ওমর মোল্লা(৩৫) একই গ্রামের মন্টু শেখের মেয়ে সালমা বেগম(২৫) এর সঙ্গে দীর্ঘ ৩ বছর প্রেম করার পর এক মাস আগে বিয়ে করে। সামাজিক ভাবে না হওয়ায়  বিয়েটি স্থানীয় শালিসকারীরা মেনে নিতে পারেনি। তারা একা একা বিয়ে করার অপরাধে ওমর মোল্লার কাছে জরিমানা ৩০ হাজার টাকা দাবী করে। ওমর মোল্লা শালিসকারীদের ১০ হাজার টাকা দেয়। এর পর ওমর মোল্লা তার স্ত্রীকে নিয়ে জেলা শহরে বসবাস করতে থাকে। গত বৃহস্পতিবার শালিসকারী ছাকাত মোল্লা লোকজন নিয়ে ওমর মোল্লার ভাই জাফর মোল্লার কাছে জরিমানার বাকী ২০ হাজার টাকা দাবী করে। জাফর মোল্লা টাকা দিতে অস্বকৃতি জানালে শালিসকারীরা তাকে এবং তার স্ত্রী আনোয়ারা বেগম(৩৫),মেয়ে সুমাইয়া(১৭) ও ফাতেমা(১২)কে মারধর করে। এ ঘটনায় জাফর মোল্লা বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছে। অভিযোগটির তদন্তকারী কর্মকর্তা এস আই খসরুজ্জামান বলেন,অভিযোগকারী ও তার স্ত্রী কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে। তদন্ত চলছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top