সকল মেনু

সিলগালা ইনকিলাব অফিস , আটক ৪

 নিজস্ব প্রতিবেদক, ঢাকা, ১৬ জানুয়ারি :  দৈনিক ইনকিলাব পত্রিকা অফিসে অভিযান চালিয়ে অফিস ও প্রেস সিলগালা এবং চার সাংবাদিককে আটক করেছে গোয়েন্দা পুলিশের একটি দল। আটককৃতরা হলেন, দৈনিক ইনকিলাব-এর কূটনৈতিক প্রতিবেদক আহমেদ আতিক, নিউজ এডিটর রফিউল্ল্যাহ রবি, রিপোর্টার আফজাল বারী এবং ডেপুটি চিফ রিপোর্টার রফিক মোহাম্মাদ। বৃহস্পতিবার রাত আটটার পর দলটি রাজধানীর রামকৃষ্ণ মিশন রোডের অফিসটিতে এ অভিযান পরিচালনা করে। এ সময় বাইরে অবস্থান নেন র‌্যাব-পুলিশের বিপুলসংখ্যক সদস্য। জানা গেছে, আইসিটি অ্যাক্টে পত্রিকাটির সম্পাদকের বিরুদ্ধে বৃহস্পতিবার দুপুরে একটি মামলা হয়েছে। ওয়ারী থানায় এই মামলার নং- ১১। এর পরিপ্রেক্ষিতে গোয়েন্দা দলটি সেখানে গেছে। ওয়ারী থানার এসআই হাসান জানিয়েছেন, বৃহস্পতিবার যৌথ বাহিনীর অভিযান নিয়ে পত্রিকাটিতে একটি খবর ছাপা হয়। এর সত্যতা যাচাই ও তথ্য-উপাত্ত সংগ্রহের জন্য আমাদের এখানে আসা। ডিএমপির সহকারী কমশিনার (মিডিয়া সেন্টার) আবু ইউসুফ বলেন, ইনকিলাবের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার পরিপ্রেক্ষিতে আমরা সেখানে অভিযান চালিয়েছি। জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান তিনি। তিনি আরো জানান, আলামত হিসেবে কয়েকটি কম্পিউটার জব্দ করা হয়েছে। সেগুলো পরীক্ষা করে দেখা হবে। খবর পেয়ে সাংবাদিকরা সেখানে গেল প্রথমদিকে তাদের সংবাদ সংগ্রহ ও ছবি তোলায় বাধা দেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরে ডিবির ইন্সপেক্টর ফরিদ উদ্দীন সে নিষেধাজ্ঞা তুলে নিয়ে ছবি তোলার অনুমতি দেন। অভিযান শেষে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ইনকিলাব অফিস ও প্রেস সিলগালা করে দিয়ে যান। এদিকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডিআরইউ ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানান ঢাকা সাংবাদিক ইউনিয়ন নেতা জাহাঙ্গীর আলম প্রধান। অবিলম্বে আটককৃতদের মুক্তি ও প্রকাশনা চালু রাখার আহ্বান জানান এই নেতা। এর প্রতিবাদে আগামীকাল সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top