সকল মেনু

রেলভবনে ট্রেন ট্র্যাকিং ও মনিটরিং সিস্টেম উদ্বোধন -রেলপথ মন্ত্রী

ঢাকা,১৬ জানুয়ারী,ঢাকা:  রেলপথ মন্ত্রী মোঃ মুজিবুল হক বলেছেন, যাত্রীদের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। ট্রেন ট্র্যাকিং ও মনিটরিং সিস্টেম উদ্বোধনের মাধ্যমে যাত্রী সাধারণ ট্রেনের অভিমুখ, ট্রেন ছাড়ার সময়, ট্রেনের অবস্থান, পরবর্তী স্টপেজ, ট্রেনের বিলম্ব ইত্যাদি তথ্য জানতে পারবে।রেলপথ মন্ত্রী আজ রেলভবনে ট্রেন ট্র্যাকিং ও মনিটরিং সিস্টেম উদ্বোধন উপলক্ষে এসব কথা বলেন।মন্ত্রী এ সময় বলেন, বর্তমান সরকার জনগনের কল্যানেই সব কিছু করে। যাত্রীদের সুবিধার জন্যই আমরা আজ এই পদ্ধতি চালু করলাম। রেলওয়ে একটি নিরাপদ শাস্রয়ী ও সহজ যোগাযোগ ব্যবস্থা। বর্তমান প্রধানমন্ত্রী রেলখাতকে গুরুত্ব দিয়ে আলদা মন্ত্রণালয় গঠন করেছেন। বর্তমানে রেলওয়েতে ১৮ হাজার ৩শ ১০ কোটি টাকার ৩৮টি প্রকল্প চলমান আছে। সব গুলো প্রকল্প বাস্তবায়িত হলে বাংলাদেশ রেলওয়ে উন্নত বিশ্বের পর্যায়ে চলে যাবে বলে মন্ত্রী উল্লেখ করেন। মন্ত্রী আরো বলেন, বিগত বিএনপি আমলে রেলওয়ে ছিলো শতভাগ অবহেলিত। এ অবহেলিত রেলখাতকে আওয়ামীলীগ সরকারই প্রথম অধিক গুরুত্ব দিয়ে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। দেশের সেবা করার মনোভাব নিয়ে সততা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করবেন বলেও মন্ত্রী উল্লেখ করেন। এ অনুষ্ঠানে রেলপথ মন্ত্রনালয়ের সচিব মোঃ আবুল কালাম আজাদ, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোঃ আবু তাহের সহ রেলপথ মন্ত্রণালয় ওবাংলাদেশ রেলওয়ের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী সুইচ টিপে ট্রেন ট্র্যাকিং ও মনিটরিং সিস্টেম উদ্বোধন করেন। এ পদ্ধতিতে এসএম এস এর নমুনা ঃৎ<ংঢ়ধপব> ঞৎধরহ হড়. অথবা ঃৎ <ংঢ়ধপব> ঞৎধরহ হধসব লিখে ১৬৩১৮ নম্বরে পাঠালে ফিরতি এসএমএস এর মাধ্যমে বর্ণিত ট্রেনের তাৎক্ষণিক অবস্থান জানা যাবে। প্রাথমিকভাবে শুধু মাত্র গ্রামীণ ফোন লিঃ এর মোবাইল ফোন থেকে এ সেবা পাওয়া যাবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top