সকল মেনু

প্রশংসিত বিশ্বের ব্যক্তি ওবামা-শচীন-কেজরিওয়াল

ডেস্ক রিপোর্ট, ঢাকা, ১৪ জানুয়ারি :  বিশ্বের সবচেয়ে প্রশংসিত ব্যক্তিদের তালিকায় প্রথম স্থান দখল করেছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস।এই তালিকার ২ নম্বরে আছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, ৩ নম্বরে আছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ৪ নম্বরে পোপ ফ্রান্সিস। আর ৫ নম্বরে আছেন ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার। এ ছাড়া তালিকায় শীর্ষ দশের মধ্যে ৭ নম্বরে আছেন ভারতের বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদি, ৯ নম্বরে অমিতাভ বচ্চন এবং ১০ নম্বরে ভারতের সাবেক রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালাম।দ্য টাইমসের হয়ে ‘ইউগভ’ নামের একটি সংস্থা  যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, রাশিয়া, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ভারত, চীন, মিসর, নাইজেরিয়া, পাকিস্তান ও ব্রাজিলের ১৪ হাজার মানুষের মতামত নিয়ে ৩০ জনের এ তালিকা তৈরি করেছে।ভারতের আন্না হাজারে ১৪ ও তার একদা ভাবশিষ্য দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ১৮ নম্বরে জায়গা করে নিয়েছেন। এই তালিকার একেবারে শেষে আছেন ভারতের টাটা গ্রুপের প্রধান রতন টাটা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top