সকল মেনু

দৃষ্টি প্রতিবন্ধী ফরিদুলের গ্যাস ম্যাচ মেরামতই একমাত্র অবলম্বন

ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের দৃষ্টি প্রতিবন্ধী ফরিদুল ইসলাম (৪০) দীর্ঘ দিন থেকে গ্যাস ম্যাচ ও টিউবওয়েলের যন্ত্রাংশ মেরামত করে জীবিকা নির্বাহ করছেন। ফরিদুল পঞ্চগড় জেলা সদরের যতনপুকুরী গ্রামের বাসিন্দা। জন্মগত ভাবেই তিনি দৃষ্টি প্রতিবন্ধী কিন্তু ভিক্ষা ভিত্তি করে জীবিকা নির্বাহ করেন না। পঞ্চগড়, মীরগড় ও ষ্টেশনসহ বিভিন্ন হাট বাজারে গিয়ে গ্যাস ম্যাচ ও টিউবওয়েলের যন্ত্রাংশ মেরামত করে চার সদস্যের পরিবার পরিচালনা করে আসছেন এই দৃষ্টি প্রতিবন্ধী। মাঝে মাঝে গ্যাস না থাকলে বসে থাকতে হয় তাকে। স্ত্রী, মা ও একটি কণ্যা সন্তান নিয়েই তার পরিবার। সম্পদ বলতে আছে কেবল বাড়ি ভিটা টুকু। তাই নানা প্রতিকুলতার ও অভাবের মধ্য দিয়েই তিনি জীবিকা নির্বাহ করছেন। যেদিন ভালো রোজগার হয় সেদিন দু’মুঠো ভাত মিলে, আর অন্যথায় অনাহার-অর্ধাহারে দিন কাটাতে হয়। অবাক হলেও সত্য যে, ফরিদুল যে কোন টাকার নোট বা মুদ্রার ঘ্রাণ নিয়েই বলতে পারে মুদ্রা ও টাকার পরিমাণ। টাকার অভাবে সাত বছরের কণ্যা ফরিদাকেও স্কুলে ভর্তি করাতে পারছেন না তিনি। তিনি বলেন, কারো সাহায্য পেলে মেয়েকে স্কুলে ভর্তি করে দিব। জীবন সংগ্রামের এ অতন্ত্র প্রহরী অন্যদের কাছে আদর্শের মডেল হতে পারে। মিনি গ্যাস সিলিন্ডার ও একটু সাহায্য পারে তার জীবন সংগ্রামকে সহজ করে দিতে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top