সকল মেনু

সকালে মালোপাড়ায় যাত্রা,রোডমার্চ কর্মীরা যশোরে

 জেলা প্রতিবেদক, যশোর, ১১ জানুয়ারি :  সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে ঢাকার শাহবাগ থেকে যাত্রা শুরু করা গণজাগরণ মঞ্চের রোডমার্চ যশোরে পৌঁছেছে। শুক্রবার রাত ১১টার দিকে গণজাগরণের নেতা-কর্মীরা রোডমার্চ করে যশোরে প্রবেশ করেন । সেখানে তারা ‘বাঁচতে শেখা’ নামের এক উন্নয়ন সংস্থার নিজস্ব ভবনে রাত যাপন করবেন। জানা গেছে, আটটি বাস, আটটি মাইক্রোবাস ও পুলিশের দুটি ভ্যান রয়েছে রোডমার্চের গাড়িবহরে। প্রায় চার শতাধিক কর্মী এসেছেন বলে জানা গেছে। এ বিষয়ে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ড. ইমরান এইচ সরকার রাইজিংবিডিকে জানিয়েছেন, যশোরে রাত যাপন করবেন রোডমার্চে অংশ নেওয়া কর্মীরা। সারা দিনের ক্লান্তি কাটিয়ে পরদিন সকালে নতুন উদ্যমে যাত্রা শুরু হবে। তিনি জানিয়াছেন, শনিবার সকাল ১০টার দিকে অভয়নগরের মালোপাড়ার উদ্দেশে যাত্রা শুরু করবে রোডমার্চ। মালোপাড়ার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে আবার যশোরে ফিরে আসবেন তারা। তারপর বিকেলে শহরের চিত্রা মোড়ে স্থানীয় গণজাগরণ মঞ্চের উদ্যোগে একটি সমাবেশ করা হবে। এর আগে যশোরের অভয়নগর মালোপাড়াসহ দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে শাহবাগ থেকে মঞ্চের পাঁচ শতাধিক কর্মী নিয়ে যাত্রা শুরু করে গণজাগরণ মঞ্চের রোডমার্চ। এই কর্মসূচির প্রথম পথসভা অনুষ্ঠিত হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায়। এরপর মানিকগঞ্জ বাসস্ট্যান্ড, গোয়ালন্দ ঘাট, গোয়ালন্দ মোড়, ফরিদপুর শহর, ফরিদপুরের মধুখালী ও সর্বশেষ মাগুরায় পথসভা অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top