সকল মেনু

বিসিএল ফ্রাঞ্চাইজিদের বৈঠক গুরুত্বপূর্ণ

 স্পোর্টস রিপোর্টার, ঢাকা, ৮ জানুয়ারি :  বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) মাঠে গড়ানোর চার দিন আগে ফ্রাঞ্চাইজিদের গুরুত্বপূর্ণ বৈঠক হল। বুধবার বিকেলে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বৈঠকটি হয়। টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্রাঞ্চাইজি কর্মকর্তাদের সঙ্গে এ বৈঠক করে। বৈঠক শেষে বিসিএলের দলগুলো তাদের খেলোয়াড়দের তালিকা প্রকাশ করে। বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন, ওয়ালটন সেন্ট্রাল জোনের প্রধান সমন্বয়ক উদয় হাকিম, সহকারী সমন্বয়ক মিলটন আহমেদ, প্রাইম ব্যাংক সাউথ জোনের পক্ষে সাইফুল ইসলাম ও বিসিবির সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন বৈঠকে। টুর্নামেন্টে এবার অংশ নিচ্ছে প্রথম আসরের চ্যাম্পিয়ন ওয়ালটন সেন্ট্রাল জোন ছাড়াও প্রাইম ব্যাংক সাউথ জোন, ইসলামী ব্যাংক ইস্ট জোন। আর ফ্রাঞ্চাইজি না পাওয়ায় এবারও নর্থ জোনের পৃষ্ঠপোষকতা করছে বিসিবি নিজেই। খালেদ মাহমুদ সুজন বলেন, আসরটি দুই ধাপে আয়োজন করছে বিসিবি। শ্রীলঙ্কা সফরের আগে দুই রাউন্ড হবে। অবশিষ্ট দুই রাউন্ড টি-২০ বিশ্বকাপের পর। প্রথম রাউন্ড দুটি বিকেএসপির ২ ও ৩ নম্বর মাঠে। দ্বিতীয় রাউন্ড ১৮ জানুয়ারি থেকে। শেষ হবে ২১ জানুয়ারি। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল ৩৫ লাখ ও রানার-আপ দল পাবে ১৫ লাখ টাকা পুরস্কার।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top