সকল মেনু

মুনের ফের সংলাপের আহ্বান

 ডেস্ক রিপোর্ট, ঢাকা, ৭ জানুয়ারি :  জাতিসংঘ মহাসচিব বান কি মুন বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী জরুরিভিত্তিতে ফের অর্থবহ সংলাপে বসতে সরকার ও বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, রাজনৈতিক সহিংসতা, জনগণের ওপর হামলা এবং সম্পদের ধ্বংস কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

৫ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে সহিংসতায় প্রাণহানির ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে সোমবার জাতিসংঘ মহাসচিব এক বিবৃতিতে বলেন, অপেক্ষাকৃত কম ভোটারের অংশগ্রহণে অসঙ্গতিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রাজনৈতিক দলগুলো এমন কোনো ঐকমত্যে পৌঁছতে পারেনি, যার মাধ্যমে শান্তিপূর্ণ এবং সব দলের অংশগ্রহণে র্নির্বাচন করা সম্ভব হতো।

বিৃবতিতে বান কি মুন সব পক্ষকেই শান্তিপূর্ণ ও মত প্রকাশে সমবেত হওয়ার সহায়ক পরিবেশ তৈরিতে ধৈর্যের পরিচয় দিতে আহ্বান জানান।

তিনি বলেন, জাতিসংঘ সবার অংশগ্রহণে অহিংসতা, সমঝোতা এবং সংলাপের নীতির ভিত্তিতে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে অব্যাহত সমর্থন দিয়ে যাবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top