সকল মেনু

নির্বাচন ঠেকাতে ৪৮ ঘণ্টার অবরোধের মধ্যেই হরতাল

 হটনিউজ প্রতিবেদক,৩ জানুয়ারী, ঢাকা:  আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচন ঠেকাতে লাগাতার অবরোধের মধ্যেই ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। নির্বাচন প্রতিহতের পাশাপাশি বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে ‘অবরুদ্ধ’ করে রাখা হয়েছে অভিযোগ করে তার মুক্তির দাবিতে শনিবার সকাল ৬টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত সারা দেশে সর্বাত্মক হরতাল পলনের আহ্বান জানিয়েছে বিএনপি।গুলশানে খালেদা জিয়ার বাসভবনে শুক্রবার সন্ধ্যায় এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এম ওসমান ফারুক। তিনি বলেন, ‘একতরফা’ নির্বাচনের প্রতিবাদে লাগাতার অবরোধের পাশাপাশি শনিবার ভোর ৬টা থেকে সারা দেশে ৪৮ ঘণ্টার এই হরতাল চলবে। উল্লেখ্য, চলতি বছরের ১লা জানুয়ারী থেকে ১৮ দলীয় জোটের অনির্দষ্ট কালের রাজপথ, নৌপথ ও রেলপথ অবরোধ চলছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top