সকল মেনু

বগুড়ায় ১৮ দলের আহ্বানে ৩৬ ঘন্টা হরতাল পালিত হচ্ছে

রতন চন্দ্র দাস বগুড়া সদর প্রতিনিধি ১ জানুয়ারী,১৪:  ১৮ দলের আহ্বানে ৬ষ্ঠ দফার অবরোধের প্রথম দিন ও বগুড়া ১৮ দলের আহ্বানে বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে ৩৬ ঘন্টা হরতালের প্রথম দিন বগুড়ায় শান্তিপূর্ণ ভাবে পালিত হচ্ছে।
হরতাল চলাকালে সকালে বগুড়ার শিবগঞ্জে হরতাল সমর্থকরা রাস্তায় গাছের গুড়ি ফেলে এবং আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে। অপর দিকে বগুড়া শহরের মাটিডালী বিমান মোড়ে অবরোধকারীরা রাস্তায় আগুন দিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল করে। এছাড়াও সকাল সাড়ে ৯টায় ১৮ দলের একটি বিক্ষোভ মিছিল শহরের সাতমাথা প্রদক্ষিণ করে।
হরতাল চলাকালে শহরের ব্যবসা প্রতিষ্ঠান , স্কুল কলেজ বন্ধ রয়েছে। ব্যাংক বীমা , অফিস আদালত খোলা থাকলেও প্রধান ফটক বন্ধ থাকে।
সকাল থেকেই বগুড়ায় র‌্যাব, পুলিশ টহল জোরদার করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top