সকল মেনু

আজও খালেদার বিরুদ্ধে মামলা আমলে নেয়নি আদালত

নিজস্ব প্রতিবেদক
ঢাকা, ১ জানুয়ারি: গোপালগঞ্জের নাম বদলে দেয়ার ঘোষণার অভিযোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানির মামলা আমলে নেয়নি আদালত।

ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্টেট আসাদুজ্জামান নূর শুনানি শেষে বুধবার দুপুরে অভিযোগ আমলে না নিয়ে মামলাটি খারিজ করে দেন।

আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ সভাপতি মুজিবুর রহমান মোল্লা বুধবার সকালে মামলাটি দায়ের করেন।
বাদী আরজিতে উল্লেখ করেন, গত ২৯ ডিসেম্বর খালেদা জিয়া গোপালগঞ্জের নাম পরিবর্তনের ঘোষণা দেন। এতে তার এবং গোপালগঞ্জবাসীর মানহানি হয়েছে।

আগের দিন মঙ্গলবার একই আদালতে একই অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানি মামলা করা হয়।  পরে শুনানি শেষে মামলাটি খারিজ করে দেন আদালত। বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী এ মামলাটি দায়ের করেন।

গত ২৯ ডিসেম্বর ১৮ দলের গণতন্ত্র অভিযাত্রার কর্মসূচিতে অংশ নেয়ার উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসন গুলশানের বাসভবন থেকে বের হওয়ার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে বাধা দেয়। এ সময় ক্ষুব্ধ কণ্ঠে তিনি এক পুলিশ সদস্যকে উদ্দেশ করে বলেন, ‘দেশ কোথায়, গোপালী? গোপালগঞ্জের নামই বদলে যাবে। গোপালগঞ্জের নামই থাকবে না।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top